ইতালিতে একদিনে তিন বাংলাদেশির মৃত্যু
প্রকাশিত : ০৬:০০ পিএম, ৬ মে ২০২১ বৃহস্পতিবার
ইতালিতে-একদিনে-তিন-বাংলাদেশির-মৃত্যু
স্থানীয় সময় বুধবার মারা যাওয়া তিন বাংলাদেশি হলেন শাহারুল আলম সাগর (২৮), মো. গোলাম মোস্তফা মিয়া (৫৫) ও মো. ছিদ্দিক (৪৬)।
জানা গেছে, আলম সাগরের বাড়ি কুমিল্লা, মো. গোলাম মোস্তফার বাড়ি কিশোরগঞ্জ ও মো. ছিদ্দিকের বাড়ি নরসিংদী জেলার রায়পুর থানায়।
নিহত আলম সাগরের বন্ধু জানান, বেশ কিছুদিন ধরে জ্বরে ভুগছিলেন সাগর। পরে হাসপাতালে ভর্তি হলে পরীক্ষায় করোনা শনাক্ত হয়। দীর্ঘ ১৭ দিন চিকিৎসার পর তার মৃত্যু হয়।
এদিকে ভেনিসে বসবাসরত করোনা আক্রান্ত গোলাম মোস্তফা স্থানীয় সময় দুপুর ১২টায় মেসত্রে আনজেলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
অপরদিকে রোমে বসবাসরত মো. ছিদ্দিক স্থানীয় সময় বেলা ১১টায় ব্রেন স্টোকে মারা গেছেন।
এদিকে তিন দিন আগে ইতালির উত্তর পালেরমোতে বসবাসকারী সেকেন আলি (ইউসুফ) নামে এক বাংলাদেশি করোনায় আক্রান্ত হয়ে মারা যান।