সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

কাতারে পাঁচ দিনের ব্যবধানে দুই বাংলাদেশির মৃত্যু

প্রকাশিত : ০৬:০০ পিএম, ৩০ এপ্রিল ২০২১ শুক্রবার

কাতারে-পাঁচ-দিনের-ব্যবধানে-দুই-বাংলাদেশির-মৃত্যু

কাতারে-পাঁচ-দিনের-ব্যবধানে-দুই-বাংলাদেশির-মৃত্যু

কাতারে পাঁচদিনের ব্যবধানে দুই প্রবাসী বাংলাদেশি মারা গেছেন। এরইমধ্যে করোনায় দোহার হামাদ হাসপাতালে হাসপাতালে শনিবার (২৪ এপ্রিল) হাজী শফিকুল ইসলাম ভূঁইয়া মারা গেছেন। তিনি কাতার প্রশাসনের সদ্য অবসর প্রাপ্ত পুলিশ কর্মকর্তা ছিলেন। 

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিটঘর ইউনিয়নের বাসিন্দা কাতারস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী নজরুল ইসলাম ভূঁইয়ার বড় ভাই ছিলেন।

অপরদিকে হামাদ হাসপাতালে ২৬ এপ্রিল (সোমবার)  হৃদরোগে মারা গেছেন জসিম উদ্দিন চৌধুরী। তিনি কাতার বিএনপির সিনিয়র সদস্য, কবি ও লেখক  ছিলেন। 

জানা গেছে তিনি চট্টগ্রাম মীরসরাই উপজেলার বাসিন্দা ছিলেন।

অন্যদিকে মৃত্যু শফিকুল ইসলাম ভূঁইয়ার ছোট ভাই নজরুল ইসলাম ভূঁইয়া ও জসিম উদ্দিন চৌধুরীর বড় ছেলে ফাহিম বাবার অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে সবার কাছে দোয়া চেয়েছেন।

তাদের দুজনের মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ কমিউনিটি, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রবাসী কল্যাণ ঐক্য পরিষদ, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ কাতার, কাতার বাংলা প্রেসক্লাব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কাতার বিএনপি ও মীরসরাই সমিতি কাতারসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন।