কাতারে ওবাইদালির সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক
প্রকাশিত : ০৬:০০ পিএম, ২৮ এপ্রিল ২০২১ বুধবার
কাতারে-ওবাইদালির-সঙ্গে-বাংলাদেশের-রাষ্ট্রদূতের-বৈঠক
মঙ্গলবার রাষ্ট্রদূত করোনা পরিস্থিতি মোকাবিলায় কাতার সরকারের গৃহীত বিভিন্ন কর্মসূচি এবং বিনামূল্যে টিকা প্রদানসহ স্বাস্থ্য ব্যবস্থাপনার প্রশংসা করেন। এ প্রসঙ্গে দূতাবাসের সচেতনতামূলক লিফলেট বিতরণ, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা ও বাংলাদেশি কমিউনিটিকে এ কার্যক্রমে সম্পৃক্তকরণ বিষয়ে এসিস্টেন্ট আন্ডার সেক্রেটারিকে অবহিত করেন।
বৈঠকে শ্রম বিষয়ক বিভিন্ন ইস্যু বিশেষত বাংলাদেশি জনশক্তি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ওবাইদালি দক্ষ জনশক্তি তথা ডাক্তার, ইঞ্জিনিয়ার, নার্স, হোটেল মানেজমেন্ট ইত্যাদি খাতে নতুন নিয়োগে কাতার সরকারের আগ্রহের বিষয়ে জানান। দক্ষ জনশক্তি রফতানির পাশাপাশি বাংলাদেশ হতে কাতারের চলমান অবকাঠামো উন্নয়নসহ অন্যান্য ক্ষেত্রে আধা দক্ষ জনশক্তি রফতানির বিষয়টিও আলোচনায় স্থান পায়।
দুপক্ষ কাতারে জনশক্তি রফতানির বিষয়ে একযোগে কাজ করার জন্য ঐক্যমত পোষণ করেন। বাংলাদেশে আটকে কর্মীদের কাতারে পুনঃআগমনে সহায়তা করার জন্য ধন্যবাদ জানিয়ে রাষ্ট্রদূত জসীম উদ্দিন আটকে পড়া অবশিষ্ট বাংলাদেশিদের ফিরিয়ে আনার প্রক্রিয়া ত্বরান্বিত করার জন্য অনুরোধ করলে এসিস্টেন্ট আন্ডার সেক্রেটারি এ বিষয়ে সম্ভাব্য সবধরনের সহযোগিতার আশ্বাস দেন।
বৈঠকে শ্রম মন্ত্রণালয়ের আন্তর্জাতিক শ্রম সম্পর্ক বিষয়ক বিভাগের পরিচালক শেখা মোহাম্মদ আল খাতের, পিএস টু এসিস্টেন্ট আন্ডার সেক্রেটারি আইমান আইয়ুব , বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর (শ্রম) ড. মোহাম্মদ মুস্তাফিজুর রহমান এবং প্রথম সচিব (শ্রম) তনময় ইসলাম উপস্থিত ছিলেন।