সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ওমানে সড়কে ঝরল তিন বাংলাদেশির প্রাণ

প্রকাশিত : ০৬:০০ পিএম, ১৯ এপ্রিল ২০২১ সোমবার

ওমানে-সড়কে-ঝরল-তিন-বাংলাদেশির-প্রাণ

ওমানে-সড়কে-ঝরল-তিন-বাংলাদেশির-প্রাণ

ওমানে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে তিন বাংলাদেশি নিহত হয়েছেন। রোববার ওমানের স্থানীয় সময় দুপুর ১টার দিকে সালালাহ-মাস্কাট সড়কের আল তামরিত এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা সবাই চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার বাসিন্দা। তারা হলেন- উপজেলার পোমরা ইউনিয়নের মাইজপাড়া এলাকার মো. জাহেদ, সরফভাটা ইউনিয়নের আসকার আলী রোড এলাকার মো. সালাউদ্দিন ও বেতাগী ইউনিয়নের বালুরচর এলাকার মো. আবছার। তারা মাস্কাট মডার্ন রোজ ট্রেডিং এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।

প্রতিষ্ঠানটির মালিক মো. রেজাউল করিম জানান, রাজধানী থেকে এক হাজার কিলোমিটার দূরে সালালাহ’তে কাজ করতে গিয়েছিলেন তারা তিনজন। কাজ শেষে ফেরার পথে আল তামরিত এলাকায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলেই তারা নিহত হন।

তিনি আরো জানান, তাদের মরদেহ উদ্ধার করে সালালাহ’র একটি হাসপাতাল মর্গে রেখেছে পুলিশ। সোমবার মরদেহগুলো মাস্কাটে নিয়ে আসা হবে। এরপর বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে দেশে পাঠানোর ব্যবস্থা করা হবে।