বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী মালয়েশিয়া
প্রকাশিত : ১২:০০ এএম, ১৭ এপ্রিল ২০২১ শনিবার
বাংলাদেশে-বিনিয়োগে-আগ্রহী-মালয়েশিয়া
মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার গোলাম সারওয়ার জানিয়েছেন, মালয়েশিয়া বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী। অবকাঠামো খাতে তারা বিনিয়োগ করতে চায়। এছাড়া বাংলাদেশে এলএনজি রফতানি করতে আগ্রহী মালয়েশিয়া।
শনিবার (১০ এপ্রিল) ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশের ( ডিকাব) সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
গোলাম সারওয়ার জানান, প্রবাসীদের সেবা বাড়াতে আমরা বেশ কয়েকটি উদ্যোগ নিয়েছি। সে লক্ষ্যে পোস্ট অফিসের মাধ্যমে পাসপোর্ট সেবা চালু করেছি। এছাড়াও বাংলা টাইগার ডিজিটাল প্লাটফর্ম চালু করেছি। সেখান থেকেও প্রবাসীরা সেবা নিতে পারবেন।
মতবিনিময় অনুষ্ঠান সঞ্চালনা করেন হাই কমিশনের উপ-হাইকমিশনার ও মিনিস্টার মো. খোরশেদ এ খাস্তগির। এতে বক্তব্য রাখেন- ডিকাব সভাপতি পান্থ রহমান ও সাধারণ সম্পাদক এ কে এম মঈনুদ্দিন।