লকডাউনে ভারতীয় ভিসা কার্যক্রম স্থগিত
প্রকাশিত : ০১:৫৫ পিএম, ১৫ এপ্রিল ২০২১ বৃহস্পতিবার
লকডাউনে-ভারতীয়-ভিসা-কার্যক্রম-স্থগিত
বৃহস্পতিবার ভারতীয় দূতাবাসের ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, এরই মধ্যে জমা দেয়া আবেদনসমূহের বিষয়ে জানতে এবং যেকোনো জরুরি অনুরোধের জন্য [email protected] এ ঠিকানায় যোগাযোগ করতে হবে।
গত বুধবার থেকে সারাদেশে ‘সর্বাত্মক লকডাউন’ ঘোষণা করে সরকার। গত সোমবার এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।
উল্লেখ্য, ভারতীয় স্টেট ব্যাংকের ব্যবস্থাপনায় বাংলাদেশে ১৫টি ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভ্যাক) আছে। সেগুলো ঢাকা (যমুনা ফিউচার পার্ক), যশোর, খুলনা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী ও রংপুর, ঠাকুরগাঁও, সাতক্ষীরা, বগুড়া, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লায় অবস্থিত।
গত বছরের মার্চে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বিশ্বের সব দেশের নাগরিকদের কয়েকটি বিশেষ ক্যাটাগরির ভিসা স্থগিত করে ভারত সরকার। পরবর্তীতে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা দেয়া শুরু করে ভারত। তবে এখনও বাংলাদেশি নাগরিকদের জন্য পর্যটন ভিসা বন্ধ রেখেছে ভারত।