সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রমজান উপলক্ষ্যে ৬৮০ পণ্যের দাম কমালো কাতার

প্রকাশিত : ১২:০০ এএম, ৭ এপ্রিল ২০২১ বুধবার

রমজান-উপলক্ষ্যে-৬৮০-পণ্যের-দাম-কমালো-কাতার

রমজান-উপলক্ষ্যে-৬৮০-পণ্যের-দাম-কমালো-কাতার

আর কয়েকদিন পর শুরু পবিত্র মাহে রমজান মাস।এই উপলক্ষ্যে ৬৮০ টি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানোর ঘোষণা দিয়েছে কাতার সরকার। দেশটির অর্থ ও শিল্প মন্ত্রণালয় গতকাল ৫ এপ্রিল সোমবার কাতারের বাণিজ্য মন্ত্রণালয় এই ঘোষণা দেয়।

রমজান মাসে সাধারণত খরচ বৃদ্ধি পায়, কিন্তু ওই মাসে ক্রেতারা যাতে কম মূল্যে খাদ্যদ্রব্য কিনতে পারেন সেজন্য দেশটির বড় বড় সুপারমার্কেটের সঙ্গে সমন্বয় করে এমন উদ্যোগ বাস্তবায়ন করছে অর্থ ও শিল্প মন্ত্রণালয়। ফলে এখন থেকে আগামী ৩০ রমজান পর্যন্ত এই দাম কার্যকর থাকবে কাতারের সর্বত্র। এসব পণ্যের মধ্যে রয়েছে চাল, ডাল,দুধ,আটা,চিনি, তেল, মুরগি,ম্যাকারনিসহ অন্যান্য বিভিন্ন পণ্য রয়েছে।

এদিকে তালিকাভুক্ত সব পণ্যের দাম কম রাখা হচ্ছে কিনা তা নিশ্চিত করতে রমজান মাসজুড়েই ব্যাপক এবং আকস্মিক অভিযান চালানো হবে বলেও জানিয়েছে মন্ত্রণালয়।দাম কমানো পণ্যের পুরো তালিকা দেখতে ক্লিক করুন: https://2u.pw/KywWc