সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বাংলাদেশিকে হত্যায় সৌদি নাগরিকের মৃত্যুদণ্ড

প্রকাশিত : ১২:০০ এএম, ৩০ মার্চ ২০২১ মঙ্গলবার

বাংলাদেশিকে-হত্যায়-সৌদি-নাগরিকের-মৃত্যুদণ্ড

বাংলাদেশিকে-হত্যায়-সৌদি-নাগরিকের-মৃত্যুদণ্ড

সৌদি আরবের দাম্মামে বাংলাদেশি অভিবাসী সাগর পাটোয়ারীকে হত্যায় দেশটির এক নাগরিককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।  

সোমবার রিয়াদের বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানায়।

২০০৬ সালের জুন মাসে সৌদি আরবের দাম্মাম শহরের আবু হাদরিয়া সড়কের একটি পেট্রোল পাম্পে বাংলাদেশি অভিবাসী সাগর পাটোয়ারীর সঙ্গে সৌদি নাগরিক উমর আল শাম্মেরীর বাদানুবাদ হয়। এক পর্যায়ে উমর পিস্তল দিয়ে গুলি করলে ঘটনাস্থলেই সাগর নিহত হন।

গুলি করার পর উমর ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে দীর্ঘদিন তদন্তের পর স্থানীয় আইন প্রয়োগকারী বাহিনী উমর আল শাম্মেরীকে ২০১৮ সালে শনাক্ত এবং আটক করে বিচারের সম্মুখীন করে।

গত ২৪ মার্চ অভিযুক্ত সৌদি নাগরিক উমর আল শাম্মেরীর বিরুদ্ধে আনীত অভিযাগ প্রমাণ হওয়ায় কোর্ট আসামিকে শিরচ্ছেদের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকরের রায় দেন।

কুমিল্লা জেলার বরুড়া উপজেলার নাগিরপাড় গ্রামের বাসিন্দা ছিলেন নিহত সাগর পাটোয়ারী।