সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

পর্তুগাল বাংলা প্রেস ক্লাবকে লিসবন বাংলাদেশ দূতাবাসের অভিনন্দন

প্রকাশিত : ০৬:০০ পিএম, ১৪ মার্চ ২০২১ রোববার

পর্তুগাল-বাংলা-প্রেস-ক্লাবকে-লিসবন-বাংলাদেশ-দূতাবাসের-অভিনন্দন

পর্তুগাল-বাংলা-প্রেস-ক্লাবকে-লিসবন-বাংলাদেশ-দূতাবাসের-অভিনন্দন

প্রবাসে বাংলাদেশের সুনাম অক্ষুণ্ণ রাখা, পর্তুগালের আদর্শ নাগরিক হিসেবে এ দেশের স্বার্থ রক্ষা করা এবং নিয়মকানুন মেনে বস্তুনিষ্ঠ মৌলিক সাংবাদিকতার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার লক্ষ্যে সম্প্রতি পর্তুগালের বাংলাদেশি সংবাদকর্মীদের সংগঠন পর্তুগাল বাংলা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এই নব-নির্বাচিত কমিটির সব নেতৃবৃন্দদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে পর্তুগালে অবস্থিত লিসবন বাংলাদেশ দূতাবাস।

শুক্রবার এক বার্তায় এ অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।

বার্তায় পর্তুগাল ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার করার অভিপ্রায় জানিয়ে পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের উত্তরোত্তর সাফল্য কামনা করে বাংলাদেশ দূতাবাস। 

পর্তুগালে বাংলাদেশি প্রবাসীদের বিভিন্ন সমস্যা, সুখ-দুঃখ এবং অভিবাসন সম্পর্কিত বিভিন্ন তথ্য বাংলাদেশের জাতীয় দৈনিক এবং ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশের মাধ্যমে বাংলাদেশ কমিউনিটিকে এবং পর্তুগালকে বাংলাদেশিদের মাঝে পরিচয় করিয়ে দিচ্ছেন প্রবাসী সাংবাদিকগণ।

এরই মধ্যে পর্তুগাল বাংলা প্রেস ক্লাব সংগঠনটি পর্তুগাল সরকারের নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করেছে। সেখানে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সমন্বয়ে একটি সুন্দর বাংলাদেশ কমিউনিটি প্রতিষ্ঠায় অবদান রাখতে পারবে পর্তুগাল বাংলা প্রেস ক্লাব। এই সংগঠন শুধু সংবাদ পরিবেশনের নয়, যেকোনো সুখ-দু:খে বাংলাদেশ কমিউনিটির অংশ হিসেবে কাজ করবে। পর্তুগাল বাংলা প্রেস ক্লাব সবার সহযোগিতায় একটি সুন্দর বাংলাদেশ কমিউনিটি তথা বাংলাদেশের পতাকা বিশ্বের মাঝে উঁচিয়ে ধরতে সচেষ্ট হবে।

উল্লেখ্য, পর্তুগালের রাজধানী লিসবনে গত ২৮ জানুয়ারি স্থানীয় সময় বেলা ৩টায় পর্তুগাল মাল্টি কালচারাল একাডেমিতে স্বাস্থ্যবিধি মেনে এবং নিরাপত্তা বজায় রেখে এক সীমিত আয়োজনের মাধ্যমে এই কমিটি গঠন করে। গঠিত কমিটি আগামী ১ বছর দায়িত্ব পালন করবে। 

পর্তুগাল বাংলা প্রেসক্লাবের (পিবিপিসি) এক বছর মেয়াদী পূর্ণাঙ্গ কমিটির একাংশ। - সংগৃহীতপর্তুগাল বাংলা প্রেসক্লাবের (পিবিপিসি) এক বছর মেয়াদী পূর্ণাঙ্গ কমিটির একাংশ। - সংগৃহীত

সংগঠনের সভাপতি হিসেবে রনি মোহাম্মদ (বাংলাদেশ প্রতিদিন, পর্তুগাল প্রতিনিধি); সহসভাপতি হিসেবে ফরিদ আহমেদ পাটোয়ারী (লেখক ও প্রধান উপদেষ্টা, ইউরো বাংলা); এফ আই রনি (ব্যুরো প্রধান, ইউরোপ, নন্দন টেলিভিশন ) ও জহুরুল ইসলাম মুন (যমুনা টিভি); সাধারণ সম্পাদক মো. রাসেল আহম্মেদ (পর্তুগাল প্রতিনিধি, জাগো নিউজ ২৪ ডটকম); যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার এইচ খান ফাহিম (চ্যানেল ২৪); সাংগঠনিক সম্পাদক তারিকুল হাসান আশিক (সময় টেলিভিশন); কোষাধ্যক্ষ জাহিদ কায়সার (প্রবাস কথা); প্রচার সম্পাদক এনামুল হক (পর্তুগাল বাংলা নিউজ); ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মো. মহিউদ্দিন (আটলান্টিক টিভি); সমাজকল্যাণ ও আন্তর্জাতিক সম্পাদক প্রিন্স আহমেদ; দপ্তর সম্পাদক মোহাম্মদ শাহজাহান (লেখক) এবং নির্বাহী সদস্য হিসেবে আরশাদ সুমন, রবিউল ফয়সাল ও মুরাদ শেখকে নিয়ে ১৭ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।

সংগঠনের উপদেষ্টা হিসেবে রয়েছেন প্রবীণ সাংবাদিক হুমায়ুন কবির, প্রধান সম্পাদক টি ডব্লিউ নিউজ ২৪ ও সাবেক বার্তা প্রধান গান বাংলা টেলিভিশন এবং সাবেক সিনিয়র রিপোর্টার বাংলাদেশ টেলিভিশন।

নব-নির্বাচিত কমিটি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পর্তুগালের মানুষের কাছে বাংলাদেশ কমিউনিটির ভাবমূর্তি উজ্জ্বল করবে এবং প্রবাসীদের না বলা কথাগুলো বাংলাদেশের মানুষের সামনে উপস্থাপন করবে। একই সঙ্গে পর্তুগাল ও ইউরোপের ঐতিহ্য, সংস্কৃতি এবং ইতিহাস বাংলাদেশের মানুষের সামনে তুলে ধরাসহ বিভিন্ন সহযোগিতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশ কমিউনিটির পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন কমিটির সদস্যরা।