৭ই মার্চের ৫০ বছর উদযাপন করলো বাংলাদেশ ক্লাব ইউএসএ
প্রকাশিত : ০৬:০০ পিএম, ৮ মার্চ ২০২১ সোমবার
৭ই-মার্চের-৫০-বছর-উদযাপন-করলো-বাংলাদেশ-ক্লাব-ইউএসএ
সাংবাদিক ও নাট্যকার তোফাজ্জল লিটন এর সঞ্চালনায় আলোচনা করেন লেখক ও সাংবাদিক শামীম আল আমিন। চিত্রশিল্পী সাঈদ রহমান। অ্যাক্টিভিস্ট রাজিব আহসান। কবিতা আবৃত্তি করেন আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক মো. মাহফুজুল হক। স্বরচিত কবিতা আবৃত্তি করেন সংস্কৃতিকর্মী শিবলী সাদিক।
আলোচক সাইদ রহমান বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলার ভূমিপুত্র। বাংলাদেশের ইতিহাস সঠিকভাবে জানলে যে কোন মানুষ বঙ্গবন্ধুকে ভালবাসবে। বঙ্গবন্ধুর চেতনা হৃদয়ে ধারণ করে প্রত্যেকের নিজের জায়গা থেকে দেশের জন্য কাজ করলে আমাদেরকে কেউ দাবায়ে রাখতে পারবে না।
লেখক ও সংবাদিক শামীম আল আমিন বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই ঐতিহাসিক এই ভাষণকে ২০১৭ সালে ইউনেস্কো ভাষণটিকে মেমোরি অব দ্য ওয়ার্ল্ড রেজিস্টারে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে অন্তর্ভুক্ত করেছে। এ বছর জাতিসংঘের সবগুলো দাফতরিক ভাষায় বঙ্গবন্ধুর ভাষণ প্রকাশিত হয়েছে। বঙ্গবন্ধুর ভাষণটিকে এভাবেই বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে হবে।
বক্তারা আগামী প্রজন্মের কাছে বঙ্গবন্ধুর জীবনী ও কাজকে সঠিকভাবে তুলে ধরারও তাগিদ দেন।