‘আমিরাতে শিগগিরই বঙ্গবন্ধুর নামে স্কুলের কাজ শুরু হবে’
প্রকাশিত : ০৬:০০ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০২১ বৃহস্পতিবার
আমিরাতে-শিগগিরই-বঙ্গবন্ধুর-নামে-স্কুলের-কাজ-শুরু-হবে
সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমাহ প্রদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে স্কুল প্রতিষ্ঠা হতে যাচ্ছে। প্রস্তাবিত এ স্কুলের স্থান পরিদর্শন করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
‘আমিরাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে প্রস্তাবিত বাংলাদেশ স্কুলটির কাজ শুরুর ব্যাপারে সরকারের পরিকল্পনা রয়েছে। শিগগিরই এটির কাজ শুরু হবে’। স্থান পরিদর্শনকালে এমনটাই বলেন প্রতিমন্ত্রী।
পরে তিনি বাংলাদেশ প্রাইভেট স্কুলও পরিদর্শন করেন। এ সময় দুবাই ও উত্তর আমিরাতে বাংলাদেশি শিক্ষার্থীদের শিক্ষা ব্যবস্থা উন্নয়নে বাংলাদেশ সরকারের আন্তরিকতার কথা উল্লেখ করেন।
সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আবু জাফর, দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেট জেনারেল ইকবাল হোসাইন খান, বাংলাদেশ প্রাইভেট স্কুলের প্রিন্সিপাল হাবিবুর রহমানসহ রাস-আল-খাইমাহ অঞ্চলের শিক্ষার্থীদের অভিভাবকরা এ সময় উপস্থিত ছিলেন।