প্রথমবার কানাডায় শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন বাংলাদেশিরা
প্রকাশিত : ০৬:০০ পিএম, ৪ ফেব্রুয়ারি ২০২১ বৃহস্পতিবার
প্রথমবার-কানাডায়-শহীদ-মিনারে-শ্রদ্ধা-জানাবেন-বাংলাদেশিরা
শুরু হয়েছে মহান ভাষা আন্দোলনের মাস। আমাদের ভাষা আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। যে ভাষা দিবসের সূচনা হয়েছিলো কানাডা থেকে। আর এই মাসেই কানাডার দুটি শহরে স্থাপিত হচ্ছে শহীদ মিনার। একটি টরন্টো, অন্যটি ইউনিপেগে।
কানাডার বাণিজ্যিক রাজধানী টরনটোতে বাঙালি অধ্যুষিত ড্যানফোর্থস্থ ডেনটোনিয়া পার্কে নির্মাণ করা হচ্ছে স্থায়ী শহীদ মিনার।
যা প্রথম বারের মতো পুষ্প স্তবকের মাধ্যমে উদ্বোধন করা হবে আগামী ২১ ফেব্রুয়ারি।
অন্যদিকে, মেনিটোবা বিশ্ববিদ্যালয়ের কাছেই উইনিপেগের কার্কব্রিজ পার্ক। সেই পার্কটিতে আরেকটি শহীদ মিনারের কাজও প্রায় শেষ পর্যায়ে।