মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারতের ট্যুরিস্ট ভিসা শিগগিরই চালু হবে

প্রকাশিত : ০৫:৫৫ পিএম, ২৬ জানুয়ারি ২০২১ মঙ্গলবার

ভারতের-ট্যুরিস্ট-ভিসা-শিগগিরই-চালু-হবে

ভারতের-ট্যুরিস্ট-ভিসা-শিগগিরই-চালু-হবে

করোনাভাইরাস পরিস্থিতি বিবেচনা করে শিগগিরই ট্যুরিস্ট ভিসা চালু হবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী।

মঙ্গলবার সকালে ঢাকায় ভারতীয় হাইকমিশন কমপ্লেক্সে দেশটির ৭২তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

বিক্রম দোরাইস্বামী সাংবাদিকদের বলেন, আশা করি ভিসা চালু করা গিগগিরই সম্ভব হবে। আমরা বাস্তবিক অর্থেই টুরিস্ট ভিসা দেয়া শুরু করতে চাই। বাংলাদেশ ও ভারতে টিকা দেয়ার মধ্য দিয়ে মানুষের আস্থা আরও বাড়বে।

তিনি বলেন, সবাইকে নিয়ে ভালো থাকতে চায় ভারত। প্রতিবেশী দেশগুলোর মানুষের করোনা প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্যই ভারত শুভেচ্ছা হিসেবে ভ্যাকসিন উপহার দিয়েছে।

উল্লেখ্য, আজ ভারতের ৭২তম প্রজাতন্ত্র দিবস। ১৯৫০ সালে আজকের এই দিনেই সংবিধান কার্যকর হয়েছিল। তারপর থেকে প্রতি বছর ২৬ জানুয়ারি পালিত হয় প্রজাতন্ত্র দিবস।