যুক্তরাজ্যে ছিনতাইকারীদের হাতে বাংলাদেশি নিহত
প্রকাশিত : ০৬:০০ পিএম, ১১ জানুয়ারি ২০২১ সোমবার
যুক্তরাজ্যে-ছিনতাইকারীদের-হাতে-বাংলাদেশি-নিহত
নিহতের স্বজনরা জানান, শুক্রবার স্থানীয় সময় রাত সাড়ে ৯টার দিকে নওয়াব মিয়া স্টকপোর্টের হেজেলে এভিনিউর একটি বাড়িতে খাবার ডেলিভারি দিতে গিয়েছিলেন। ডেলিভারির ঠিকানায় পৌঁছে তিনি গাড়ির ইঞ্জিন চালু রেখে খাবার দিতে যান।
এ সময় একদল ছিনতাইকারী তার গাড়িটি ছিনিয়ে নিতে চাইলে তিনি দ্রুত ছুটে এসে তাদের বাধা দেন। তখন ছিনতাইকারীদের ধাক্কায় রাস্তায় পড়ে গিয়ে তিনি মাথায় আঘাত পান। পরে পুলিশ এবং অ্যাম্বুলেন্স এসে তাকে স্থানীয় সলফোর্ড হাসপাতালে নিয়ে যায়।
যে ব্যক্তির বাড়িতে তিনি খাবার পৌঁছে দিতে গিয়েছিলেন সেই ডেভিড স্পিড জানান, দরজায় বেল বাজার পর তিনি ‘না, না’ আওয়াজ শোনেন এবং নওয়াবকে তার গাড়ির দিকে দৌড়াতে দেখেন। তিনি প্যাসেঞ্জার আসনের জানালা ধরে ছিনতাইকারীদের আটকানোর চেষ্টা করে ব্যর্থ হন। তাকে ফেলে দিয়ে ছিনতাইকারীরা গাড়িটি দ্রুত চালিয়ে চলে যায়।
এরমধ্যে এ ঘটনায় জড়িত সন্দেহে ১৪ বছরের এক কিশোরকে আটক করেছে পুলিশ।
৫৩ বছর বয়সী নওয়াব মিয়া দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যের হাইড শহরের নিউটন এলাকায় বসবাস করে আসছিলেন। তিনি স্থানীয় মসজিদ কমিটির সাবেক সাধারণ সম্পাদক।