সুন্দরবনে ড্রোন উড়িয়ে জরিমানা দিলেন পর্যটক
প্রকাশিত : ০১:৫৫ এএম, ১১ জানুয়ারি ২০২১ সোমবার
সুন্দরবনে-ড্রোন-উড়িয়ে-জরিমানা-দিলেন-পর্যটক
পূর্ব সুন্দরবনের কটকায় পর্যটকের কাছ থেকে ড্রোন উদ্ধারের ঘটনায় রোববার দুপুরে একটি বিভাগীয় মামলা হয়েছে। এ ঘটনায় ড্রোন বহনকারী পর্যটককে অর্থ জরিমানা করা হয়েছে।
বনবিভাগ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ৩৫ জন পর্যটক এমভি ‘টাঙ্গুয়ার হাওড়’ লঞ্চে করে শনিবার সকালে সুন্দরবনের শরণখোলায় অবকাশ যাপনে যায়। ওই সময় একজন পর্যটক সুন্দরবনে নিষিদ্ধ ড্রোন উড়িয়ে ছবি তুলছে বলে বনরক্ষীদের কাছে খবর আসে। পরে ড্রোনটি উদ্ধার করে কটকা অভয়ারণ্য কেন্দ্রে জমা রাখা হয়।
পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মুহাম্মদ বেলায়েত হোসেন জানান, সুন্দরবনে ড্রোন উদ্ধারের ঘটনায় একটি বিভাগীয় মামলা রেকর্ড করা হয়েছে। এছাড়া বহনকারীকে ২০ হাজার টাকা জরিমানা এবং ড্রোনটি জব্দ করা হয়েছে।