শনিবার   ৩০ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৫ ১৪৩১ |   ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

হরভজনের পছন্দের ক্রিকেটার মুশফিক!

প্রকাশিত: ২৯ আগস্ট ২০২২ ০০ ১২ ০১  

হরভজনের-পছন্দের-ক্রিকেটার-মুশফিক

হরভজনের-পছন্দের-ক্রিকেটার-মুশফিক

এশিয়া কাপ খেলতে বর্তমানে আমিরাতের দুবাই আছে বাংলাদেশ। নিজেদেরে প্রথম ম্যাচ খেলতে ৩০ আগস্ট মঙ্গলবার টাইগাররা  আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে। 

প্রথম ম্যাচে লংকানদের একরকম উড়িয়ে দিয়ে দারুণ সূচনা করে মোহাম্মদ নবির দল। এটা টাইগারদের জন্য অনেকটা ভাবনার বিষয়ও বটে।

টি-২০র সাম্প্রতিক পারফরমেন্সে বাংলাদেশের জন্য কঠিন হবে আফগানদের হারানো। তবে এ ফরম্যাটে খেলা হওয়ায় ম্যাচে আগে থেকে কাউকে এগিয়ে রাখতে চান না টিম ইন্ডিয়ার সাবেক স্পিনার হরভজন সিং।

দুবাইয়ে এশিয়া কাপ দেখতে এসেছেন হরভজন। জানালেন গেল কয়েক বছরে বাংলাদেশের উন্নতিতে মুগ্ধ তিনি।

এশিয়া কাপে গেল দুই আসরে ভারতের কাছে হেরে স্বপ্ন ভেঙেছে বাংলাদেশের। সম্প্রতি এ দুই দেশের লড়াইটা বেশ উপভোগ্য সমর্থকদের কাছে। হরভজন নিজেও বেশ উপভোগ করেন এ দুই দলের দ্বৈরথ। সাকিব-তামিমদের মতো মেধাবী ক্রিকেটারদের মাঝেও হরভজনের হদয়ে দাগ কেটে আছেন মুশফিকুর রহীম। বরাবরই মুশির খেলা নাকি ভালো লাগে ভাজ্জির।

হরভজন বলেন, বাংলাদেশ ভারত ম্যাচ বরাবরই একটা ভিন্ন উত্তেজনা তৈরি করে সমর্থকদের মাঝে। আমি নিজেও এটা উপভোগ করি। বাংলাদেশ দলের ক্রিকেটারদের মাঝে মুশফিকের খেলা আমার কাছে সবসময় ভালো লাগে। ও দারুণ একজন ক্রিকেটার।

বাংলাদেশের উন্নতি নিয়ে ভারতের এ সাবেক অফস্পিনার বলেন, বাংলাদেশ গেল কয়েক বছরে তাদের ক্রিকেটে উন্নতি করেছে। বেশ কিছু মেধাবী ক্রিকেটার আছে টাইগারদের। ওরা বেশ ভালোভাবে এগিয়ে যাচ্ছে। টি-২০ ফরম্যাট হওয়ায় আগে থেকে কাউকে এগিয়ে রাখা যাচ্ছে না। বাংলাদেশ এশিয়া কাপে ভারত-পাকিস্তানকে হারিয়ে দেয়ার সক্ষমতা রাখে। এমনকি অস্ট্রেলিয়ার মতো দলও ওদের কাছে হেরেছে।

এশিয়া কাপে গেল কয়েক আসরে দারুণ ক্রিকেট খেলা বাংলাদেশ সর্বশেষ বিশ্বকাপের আগে নিজ দেশের মাটিতে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে জিতেছিল টি-২০ সিরিজ। প্রত্যাশার প্রাপ্তিটা বেশি ভালো ছিল না। বিশ্বকাপে গেলেও স্কটল্যান্ডের মতো দলের কাছে হারে লজ্জাতেই পড়তে সময় লাগেনি। এবার সামনে আবার এশিয়া কাপ। আবার ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ টাইগারদের।

বাংলাদেশকে শুভকামনা জানিয়ে রাখলেন হরভজন।

Provaati
    দৈনিক প্রভাতী