শনিবার   ৩০ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৫ ১৪৩১ |   ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

সিগারেটে অতিরিক্ত ৩৬০০ কোটি রুপি কর বসাল পাকিস্তান

প্রকাশিত: ২৩ আগস্ট ২০২২ ১৭ ০৫ ০১  

সিগারেটে-অতিরিক্ত-৩৬০০-কোটি-রুপি-কর-বসাল-পাকিস্তান

সিগারেটে-অতিরিক্ত-৩৬০০-কোটি-রুপি-কর-বসাল-পাকিস্তান

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ঋণদাতা সংস্থা আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্ত অনুযায়ী রাজস্ব আয় বাড়াতে এবার সিগারেটের ওপর অতিরিক্ত ৩ হাজার ৬০০ কোটি রুপি কর বসিয়েছে পাকিস্তান। এছাড়া তামাক প্রক্রিয়া খাতেও ২০০ কোটি রুপি বাড়তি কর আরোপ করা হয়েছে।

সোমবার কেন্দ্রীয় সরকার থেকে দেওয়া এক অধ্যাদেশে বিষয়টি দেশবাসীকে জানানো হয়। এরইমধ্যে সেই অধ্যাদেশে স্বাক্ষরও করেছেন প্রেসিডেন্ট আরিফ আলভি।

পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম জিইও টিভি এক প্রতিবেদনে জানায়, সরকারের নতুন অধ্যাদেশ জারির পর থেকে পাকিস্তানে কমদামি সিগারেটের দাম প্রতি প্যাকেটে ২০ থেকে ৩০ রুপি বেড়েছে, আর দামি সিগারেটের মূল্য প্যাকেটপ্রতি বেড়েছে ১০ রুপি।

এছাড়া তামাক প্রক্রিয়াজাতকরণ খাতেও কর বাড়ানো হয়েছে ৩৯ গুণ। আগে প্রতি কেজি তামাক প্রক্রিয়াাজাত করতে সরকারকে রাজস্ব বাবদ ১০ রুপি দিতে হতো উদ্যোক্তাদের। কেন্দ্রীয় সরকারের অধ্যাদেশ জারির পর থেকে একই পরিমাণ তামাক প্রক্রিয়াজাত করতে এখন থেকে সরকারকে ৩৯০ টাকা দিতে হবে তাদের।

পাকিস্তানের অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, এ খাত থেকে ২০০ কোটি রুপি রাজস্ব আদায়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তিনি আরো জানান, আইএমএফ বরাবর ৭০০ কোটি ডলার ঋণের জন্য আবেদন করেছে সরকার। তার মধ্যে জরুরি ভিত্তিতে ১১৭ কোটি ডলার ছাড় দিতে বলা হয়েছে।

এ আবেদনের জবাবে পাকিস্তানের সরকারকে কর আহরণ বাড়ানোর শর্ত দিয়েছিল আইএমএফ।

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর