শনিবার   ৩০ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৬ ১৪৩১ |   ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

সাম্পদোরিয়ার সঙ্গে জুভেন্টাসের হতাশার ড্র

প্রকাশিত: ২৩ আগস্ট ২০২২ ১৫ ০৩ ০১  

সাম্পদোরিয়ার-সঙ্গে-জুভেন্টাসের-হতাশার-ড্র

সাম্পদোরিয়ার-সঙ্গে-জুভেন্টাসের-হতাশার-ড্র

সিরি আ লিগে সোমবার নিজেদের দ্বিতীয় ম্যাচে সাম্পদোরিয়ার সঙ্গে গোলশুন্য ড্র করেছে ইনজুরি আক্রান্ত জুভেন্টাস।

জেনোয়ার স্তাদিও লুইগি ফেরারিসে উজ্জীবিত সাম্পদোরিয়া অনেকটাই নিষ্প্রভ জুভেন্টাসের বিপক্ষে জয় ছিনিয়ে নেবার সুযোগও তৈরী করেছিল। যদিও তারা সফল হয়নি।

আদ্রিয়ান রাবিওটের লো স্ট্রাইক অফসাইডের কারণে বাতিল না হলে দ্বিতীয়ার্ধে হয়তো এগিয়ে যেতে পারতো জুভেন্টাস। এই একটি প্রচেষ্টা ছাড়া পুরো ম্যাচে জুভেন্টাসকে আর কোন সুযোগই তৈরী করতে দেখা যায়নি।

গত সপ্তাহে ম্যানচেস্টার ইউনাইটেডে যাওয়ার চেষ্টা ব্যর্থ হবার পর এটাই ফরাসি মিডফিল্ডার রাবিওটের প্রথম মূল একাদশে খেলা। স্টপেজ টাইমে ফিলিপ কোসটিকের শটটিও দারুণ দক্ষতায় রুখে দিয়েছিলেন সাম্পদোরিয়ার গোলরক্ষক এমিল অডারো। 

গত মৌসুমে শিরোপা জয়ী এসি মিলানের চেয়ে বেশ খানিকটা পয়েন্টের ব্যবধানে পিছিয়ে লিগ শেষ করা জুভেন্টাসের জন্য এবারের মৌসুমটাও যে কঠিন চ্যালেঞ্জ হয়ে আসবে তা শুরুতেই বোঝা যাচ্ছে।

ম্যাচ শেষে আলেগ্রি বলেছেন, ‘সবচেয়ে ইতিবাচক দিক হচ্ছে লিগের প্রথম দুই ম্যাচে আমরা কোন গোল হজম করিনি। আজ দ্বিতীয়ার্ধে আমরা বেশ কিছু সুযোগ সৃষ্টি করেছিলাম। এমনকি দ্বিতীয়ার্ধে গোলও হয়েছিল। ইনজুরি টাইমে দারুণ একটি সুযোগ এসেছিল। কিন্তু সবকিছুর পরেও এখানে আমরা দুই পয়েন্ট রেখে যাচ্ছি।’

ইনজুরির কারণে কাল মাঠে ছিলেন না আর্জেন্টাইন উইঙ্গার অ্যাঞ্জেল ডি মারিয়া। গত সপ্তাহে সাসৌলোর বিপক্ষে মৌসুমের শুরুর ম্যাচটিতে ডি মারিয়ার পারফরমেন্স নিশ্চিতভাবে কাল মিস করেছে পুরো জুভ শিবির। 

ম্যাচের ১৫ মিনিটে হুয়ান কুয়াডরাডোর শট সরাসরি অডারোর হাতে ধরা পড়ে। ডানদিকে ডুসান ভ্লাহোভিচ অনেকটা ফাঁকায় থাকলেও কুয়াডরাডো তাকে পাস দেননি। প্রথম ৪৫ মিনিট ভ্লাহোভিচ খুব কমই বল পেয়েছেন। 

তবে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই নিজেকে মেলে ধরার চেষ্টা করেন এই সার্বিয়ান স্ট্রাইকার। সাম্পদোরিয়ান ডিফেন্ডার ওমর কোলির সঙ্গে চ্যালেঞ্জে একটি পেনাল্টির আবেদন করে অবশ্য ভ্লাহোভিচ সফল হতে পারেননি।

তার পাস থেকে লো ফিনিশিংয়ে রাবিওট গোল করলে রেফারি রোসারিও আবিসো জুভেন্টাসকে তা উপহার দেন। কিন্তু ভিএআর পরীক্ষার পর ভ্লাহোভিচের অফসাইড পজিশনে শেষ পর্যন্ত এগিয়ে যাওয়া হয়নি সফরকারীদের।

সাম্পদোরিয়ার পক্ষে বদলি হিসেবে খেলতে নামা ফ্যাবিও কুয়াগলিয়ারেলা ম্যাচ শেষের মিনিটখানেক আগে প্রায় গোল করেই ফেলেছিলেন। কিন্তু অল্পের জন্য তা লক্ষ্যভ্রষ্ট হয়।

Provaati
    দৈনিক প্রভাতী