শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৫ ১৪৩১ |   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

সাপের কামড়ে ছটফট করতে করতে নিথর হলেন শিক্ষক

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২২ ১৬ ০৪ ০২  

সাপের-কামড়ে-ছটফট-করতে-করতে-নিথর-হলেন-শিক্ষক

সাপের-কামড়ে-ছটফট-করতে-করতে-নিথর-হলেন-শিক্ষক

সম্পর্কিত খবর সাপের কামড়ে প্রাণ গেল নববধূ-শাশুড়ির ঝিনাইদহে সাপের কামড়ে এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে। শনিবার রাত ১০টার দিকে সদর উপজেলার ইস্তেফাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মৃতের নাম বদিউজ্জামান। তিনি সদর উপজেলার মধুপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

স্বজনরা জানায়, বাড়ির পাশে পুকুরপাড়ে যান বদিউজ্জামান। এ সময় তাকে কামড় দেয় একটি বিষাক্ত সাপ। সাপের কামড়ে যন্ত্রণায় ছটফট করতে থাকেন তিনি। পরে স্বজনরা তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Provaati
    দৈনিক প্রভাতী