শনিবার   ৩০ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৬ ১৪৩১ |   ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শ্রীরামই কি তাহলে টি-২০র ‘হেড কোচ’!

প্রকাশিত: ২২ আগস্ট ২০২২ ১৮ ০৬ ০২  

শ্রীরামই-কি-তাহলে-টি-২০র-হেড-কোচ

শ্রীরামই-কি-তাহলে-টি-২০র-হেড-কোচ

বিসিবি সভাপতি আগেই বলেছিলেন, ‘আমরা টি-২০র জন্য সবকিছু পাল্টে দিচ্ছি। নতুন করে শুরু করতে যাচ্ছি সবকিছু।’ এরপর থেকে এক এক করে তারই বাস্তব প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি।    

তার প্রথম পদক্ষেপই ছিল টি-২০ ফরম্যাটে টেকনিক্যাল কনসালটেন্ট নিয়োগ। যা এরই মধ্যে চুড়ান্ত হয়ে গেছে। ভারতের সাবেক অলরাউন্ডার শ্রীধরণ শ্রীরামকে টি-২০ বিশ্বকাপ পর্যন্ত নিয়োগ দিয়েছে বিসিবি। 

যদিও কাগজে-কলমে তার পদবি ‘টেকনিক্যাল কনসালট্যান্ট’ তবে মৌখিকভাবে ‘হেড কোচ’ হিসেবেই কাজ করবেন। কেননা এশিয়া কাপে তার নেতৃত্বেই দল যাবে খেলতে, যা অগোচরেই থাকবে অনেকটা । 

তবে বিসিবি সভাপতির আজকের কথায় অনেকটা বুঝতে আর বাকি নাই যে তিনিই দলের হেড কোচের ভূমিকায় থাকবেন। 

পাপন বলেন ‘হেড কোচ বলতে এখন পর্যন্ত কেউ নেই। এখানটায় আমাদের ব্যাটিং কোচ রয়েছে। আমাদের স্পিন কোচ, পেস বোলিং কোচ, ফিল্ডিং কোচ রয়েছে। আমাদের অধিনায়ক আছে। টি-২০তে আমাদের টেকনিক্যাল পরামর্শক আছে একজন। সে ম্যাচের পরিকল্পনা দেবে। যদি পরিবল্পনা সে দেয় তাহলে হেড কোচ কি করবে আর? প্রধান কোচের তো কোনো কাজই থাকে না।’

তবুও এশিয়া কাপের মতো আসরে দলকে লিড করবে কে সেই প্রশ্ন থেকেই যায়। জবাবে নাজমুল হাসান যে উত্তর দিয়েছেন তা স্রেফ অবিশ্বাস্য বটে, ‘আমাদের টিম ডিরেক্টর (খালেদ মাহমুদ) আছে। জালাল ভাই থাকছেন (ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান)। আমি থাকছি। আর কি?’

মূলত স্বাধীনভাবে শ্রীরামকে কাজ করতে দিতে এবার এশিয়া কাপে কাউকে আনুষ্ঠানিক হেড কোচ করছে না বিসিবি, তবে এর মধ্যেও যদি কিন্তু রয়েগেছে।

পাপন বলেন ‘আমরা যদি ডমিঙ্গোকে পাঠাই, আপনার কি মনে হয় ম্যাচের পরিকল্পনা শ্রীরাম করবে? ও স্বাধীনভাবে করতে পারবে? একজন যদি হেড কোচ থাকে তারও তো একটা মতামত থাকে। আমরা তো আলাদাই করতে চাচ্ছি। খামোখা আমরা দলের মধ্যে কোনো কনফিউশন তৈরি করতে চাইনি।’

Provaati
    দৈনিক প্রভাতী