শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৫ ১৪৩১ |   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শারজাহ কি লাকি ভেন্যু, জয়ের সন্ধানে বাংলাদেশ

প্রকাশিত: ২৯ আগস্ট ২০২২ ২১ ০৯ ০১  

শারজাহ-কি-লাকি-ভেন্যু-জয়ের-সন্ধানে-বাংলাদেশ

শারজাহ-কি-লাকি-ভেন্যু-জয়ের-সন্ধানে-বাংলাদেশ

চলমান এশিয়া কাপ টি-২০ আসরে আগামীকাল নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি।

এর আগে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে দু’বার টি-২০ ম্যাচ খেলেছে বাংলাদেশ। গত টি-২০ বিশ্বকাপে প্রথম শারজাহতে টি-২০ ম্যাচ খেলতে নেমেছিলো বাংলাদেশ। ঐ দুই ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ ছিলো-শ্রীলংকা ও ওয়েস্ট ইন্ডিজ। দু’ম্যাচেই জয়ের দ্বারপ্রান্তে গিয়ে ম্যাচ হারে বাংলাদেশ।

সুপার টুয়েলভের ম্যাচে শ্রীলংকার কাছে ৫ উইকেটে ম্যাচ হারে বাংলাদেশ। প্রথমে ব্যাট করে ৪ উইকেটে ১৭১ রান তুলেছিলো টাইগাররা। ওপেনার মোহাম্মদ নাইম ৬২ ও মুশফিকুর রহিম অপরাজিত ৫৭ রান করেছিলেন।

এরপর বোলিংয়ে ৭৯ রানেই  শ্রীলংকার ৪ উইকেট তুলে নিয়েছিলো বাংলাদেশ। এতে জয়ের স্বপ্নে বিভোর ছিলো টাইগাররা। কিন্তু পঞ্চম উইকেটে ৫২ বলে ৮৬ রানের দুর্দান্ত এক জুটি গড়ে বাংলাদেশকে জয় বঞ্চিত করেন শ্রীলংকার চারিথ আসালঙ্কা ও ভানুকা রাজাপাকসে। আসালঙ্কা ৮০ ও রাজাপাকসে ৫৩ রান করেন।

ঐ হারের পর ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয় বাংলাদেশ। এবারও তীরে এসে তরি ডুবায় টাইগাররা। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে মাত্র ৩ রানে হারে বাংলাদেশ।

প্রথমে ব্যাট করা ওয়েস্ট ইন্ডিজকে ৭ উইকেটে ১৪২ রানের বেশি করতে দেয়নি ওয়েস্ট ইন্ডিজ। জয়ের জন্য ১৪৩ রানের টার্গেট স্পর্শ করতে গিয়ে নিজেদের মেলে ধরতে পারেনি বাংলাদেশের ব্যাটাররা। ১০ ওভার শেষে ২ উইকেটে ৫৫ রান ছিলো টাইগারদের। ১৫ ওভার শেষে রান ছিলো ৪ উইকেটে ৯৯। শেষ ৩০ বলে ৪৪ রান দরকার পড়ে টাইগারদের। শেষ ২ ওভারে জয়ের সমীকরণ ছিলো- ২২ রান। আর শেষ ওভারে ১৩ রান। উইকেটে ছিলেন ঐ ম্যাচের অধিনায়ক মাহমুদউল্লাহ ও আফিফ হোসেন। আন্দ্রে রাসেলের করা প্রথম ৫ বল থেকে ৯ রান নিতে পারেন মাহমুদুল্লাহ ও আফিফ। শেষ বলে চার দরকার পড়ে বাংলাদেশের। কিন্তু শেষ ডেলিভারি থেকে কোন রানই নিতে পারেননি মাহমুদউল্লাহ। ফলে ম্যাচ হেরে শারজাহতে আরও একটি হতাশাকে সঙ্গী করে বাংলাদেশ।

গত বছর প্রথম শারজাহতে টি-২০ খেলতে নামলেও এই ভেন্যুতে বাংলাদেশের খেলার অভিজ্ঞতা পুরানো। শারজাহর এই ভেন্যুতে মোট পাঁচটি ওয়ানডে খেলেছে বাংলাদেশ। সবগুলোতেই পরাজিত হয়েছে  টাইগাররা।

১৯৯০ সালে শারজাহতে সর্বপ্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমেছিলো বাংলাদেশ। ঐ টুর্নামেন্টের চতুর্র্থ ও ষষ্ঠ ম্যাচ খেলেছিলো বাংলাদেশ। নিউজিল্যান্ডের কাছে ১৬১ রানে ও অস্ট্রেলিয়ার কাছে ৭ উইকেটে হারে বাংলাদেশ।

এরপর ১৯৯৫ সালে শারজাহতে পেপসি এশিয়া কাপে আরও তিনটি ম্যাচ খেলে বাংলাদেশ। ভারতের কাছে ৯ উইকেটে, শ্রীলংকার কাছে ১০৭ রানে এবং পাকিস্তানের কাছে ৬ উইকেটে হারের লজ্জা পায় টাইগাররা। ১৯৯৫ সালের ৮ এপ্রিল শারজাহতে সর্বশেষ ওয়ানডে (পাকিস্তানের বিপক্ষে) খেলেছিলো বাংলাদেশ।

১৯৯৫ সালের পর শারজাহতে কোন ওয়ানডে ম্যাচ খেলেনি বাংলাদেশ। এরপর গত বছর টি-২০ দিয়ে আবারও আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমেছিলো টাইগাররা। এই ভেন্যুতে কখনও কোন টেস্ট খেলেনি বাংলাদেশ।

শারজাহতে এ পর্যন্ত পাঁচটি ওয়ানডে ও দু’টি টি-২০ খেলার অভিজ্ঞতায় কোন জয় নেই বাংলাদেশের। এবার শারজাহতে জয় খড়া কাটানোর আরও একটি সুযোগ বাংলাদেশের সামনে।

Provaati
    দৈনিক প্রভাতী