শনিবার   ৩০ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৬ ১৪৩১ |   ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

লিভারপুলের বিপক্ষেই প্রথম জয় পেলেন টেন হ্যাগ

প্রকাশিত: ২৩ আগস্ট ২০২২ ১২ ১২ ০১  

লিভারপুলের-বিপক্ষেই-প্রথম-জয়-পেলেন-টেন-হ্যাগ

লিভারপুলের-বিপক্ষেই-প্রথম-জয়-পেলেন-টেন-হ্যাগ

ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলকে ২-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। এই জয়ের মাধ্যমে রেড ডেভিলদের হয়ে প্রথম লিগ ম্যাচ জয়ের স্বাদ পেলেন দলের নতুন কোচ এরিক টেন হ্যাগ।

ম্যাচ শুরু হওয়ার পূর্ব পর্যন্ত লিভারপুলকেই সব দিক থেকে এগিয়ে রেখেছিলেন বিশেষজ্ঞরা। লিগের শেষ ম্যাচে ব্রেন্টফোর্ডের কাছে ০-৪ গোলে হারের পরে লিভারপুলের বিপক্ষে লড়াকু ম্যানচেস্টার ইউনাইটেডকে দেখার আশা করেননি তাদের সমর্থকরাও।

কিন্তু ম্যাচের প্রথমার্ধ থেকেই যেন পুরনো সেই ম্যান ইউনাইটেডকে খুঁজে পাওয়া গেল। এরিক টেন হ্যাগের যুগেই ফের লিভারপুলের বিপক্ষে ওল্ড ট্র্যাফোর্ডে জয় ছিনিয়ে নিল ‘দ্য রেড ডেভিলস’।

ম্যাচের শুরুতেই অ্যান্থনি এলাঙ্গা সহজ সুযোগ নষ্ট করেন। কিন্তু ইউনাইটেডের ক্রমাগত আক্রমণই ১৬ মিনিটে তাদের এগিয়ে দেয়। বক্সের মধ্য থেকে দুর্দান্ত শটে দলকে এগিয়ে দেন জ্যাডন স্যাঞ্চো।

দ্বিতীয়ার্ধে ৫৩ মিনিটে ব্যবধান ২-০ করেন মার্কাস রাশফোর্ড। আলিসন বেকারকে প্রথম পোস্টেই পরাস্ত করেন এ ইংরেজ স্ট্রাইকার। ৮১ মিনিটে মোহাম্মদ সালাহ ব্যবধান কমালেও তাতে লাভ হয়নি।

ক্রিস্টিয়ানো রোনালদো ও হ্যারি ম্যাগুয়েরকে এদিন শুরু থেকে খেলাননি টেন হ্যাগ। রোনালদো শেষে নামলেও ম্যাগুয়েরকে নামানোর ঝুঁকি নেননি নতুন ম্যানেজার। নতুন শুরুর পর তিনি আর প্রথম একাদশে ফেরেন কি না, সেটাই এখন দেখার বিষয়।

Provaati
    দৈনিক প্রভাতী