শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৫ ১৪৩১ |   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

যেখানে সাকিবের পরই রশিদ

প্রকাশিত: ১ সেপ্টেম্বর ২০২২ ১৮ ০৬ ০১  

যেখানে-সাকিবের-পরই-রশিদ

যেখানে-সাকিবের-পরই-রশিদ

নিউজিল্যান্ডের টিম সাউদিকে টপকে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় দ্বিতীয়স্থানে উঠেছেন আফগানিস্তানের স্পিনার রশিদ খান।

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে খেলতে নেমেছিল আফগানিস্তান। এ ম্যাচে বল হাতে ৪ ওভারে ২২ রান দিয়ে ৩ উইকেট নেন রশিদ।

এই ৩ উইকেট শিকারের মাধ্যমে সাউদিকে টপকে যান রশিদ। ৬৮ ম্যাচে তার উইকেট এখন ১১৫। আর ৯৫ ম্যাচে সাউদির ঝুলিতে আছে ১১৪ উইকেট।

টি-২০ ইতিহাসে সবচেয়ে বেশি উইকেট শিকারের বিশ্বরেকর্ডটি বাংলাদেশের সাকিব আল হাসানের দখলে। ১০০ ম্যাচে ১২২টি উইকেট নিয়ে শীর্ষে টাইগার অধিনায়ক সাকিব। ফলে এখন সাকিবের পর দ্বিতীয় স্থানে আছেন রশিদ।

Provaati
    দৈনিক প্রভাতী