শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৫ ১৪৩১ |   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

যে ক্ষোভে কংগ্রেস ছাড়লেন গুলাম নবি আজাদ

প্রকাশিত: ২৬ আগস্ট ২০২২ ১৬ ০৪ ০২  

যে-ক্ষোভে-কংগ্রেস-ছাড়লেন-গুলাম-নবি-আজাদ

যে-ক্ষোভে-কংগ্রেস-ছাড়লেন-গুলাম-নবি-আজাদ

ভারতের রাজনৈতিক দল কংগ্রেসের সব পদ থেকে ইস্তফা দিয়েছেন বর্ষীয়ান রাজনীতিবিদ গুলাম নবি আজাদ। শুক্রবার কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর কাছে পাঁচ পাতার পদত্যাগপত্র জমা দেন তিনি।

পদত্যাগপত্রে ক্ষোভ প্রকাশ করে নবি আজাদ লেখেন, গোটা সাংগঠনিক নির্বাচনী প্রক্রিয়াই একটা প্রহসন। দেশের কোথাও সংগঠনের কোনো পর্যায়ের নির্বাচনই হয়নি।

এরপরই কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধীকে ইঙ্গিত করে লেখেন, এই সব ঘটেছে, এর কারণ হলো গত আট বছরে যিনি নেতৃত্ব দিয়েছিলেন, তিনি একজন অপরিণত ব্যক্তিত্ব। এমনকি বিভিন্ন নির্বাচনে কংগ্রেসের ভরাডুবির জন্যও রাহুল গান্ধী দায়ী।

দল ছাড়ার বিষয়ে গুলাম নবি আজাদ বলেন, দেশের জন্য যা ভালো, তা করতে ব্যর্থ হয়েছে কংগ্রেস। কংগ্রেসের সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্কের কথাও পদত্যাগপত্রে তুলে ধরেন এ নেতা।

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর