শনিবার   ৩০ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৫ ১৪৩১ |   ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

মাঠে নেমেই কোহলির শততম ম্যাচের রেকর্ড

প্রকাশিত: ২৮ আগস্ট ২০২২ ২১ ০৯ ০২  

মাঠে-নেমেই-কোহলির-শততম-ম্যাচের-রেকর্ড

মাঠে-নেমেই-কোহলির-শততম-ম্যাচের-রেকর্ড

এশিয়া কাপ টি-২০ ক্রিকেটের ১৫তম আসরের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচের মুখোমুখি এখন দুই চিরপ্রতিদ্বন্দ্বি ভারত ও পাকিস্তান। আজকের ম্যাচে মাঠে নেমেই নতুন এক রেকর্ড গড়লেন বিরাট কোহলি। টি-২০তে ভারতের হয়ে দ্বিতীয় কোনো ক্রিকেটার হিসেবে কোহলি শততম ম্যাচের রেকর্ড ছুলেন। 

রোববার আমিরাতের দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৮ টায় মুখোমুখি হয় উপমহাদেশের এই দুই মহা পরাশক্তি। এ দুই দেশের ক্রিকেট মাঠের  লড়াইটা বিশ্ব ক্রিকেটের সবচেয়ে মর্যাদাকর লড়াই হিসেবে পরিচিতি লাভ করেছে। 

শেষ খবর পর্যন্ত পাকিস্তান ১৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ৯০ রান করতে সমর্থ হয়।

পাকিস্তানের ইনিংস শুরু করেন দুই ওপেনার বাবর আজম ও রিজওয়ান। দুই ওভার ভালো করে খেললেও বেশিক্ষন চাপ সামলে ধরে রাখতে পারেননি বাবর। আর তাই ৩ ওভার যেতে না যেতেই বাবর ভুবনেস্বর কুমারের বলে ক্যাচ দিয়ে আউট হয়ে যান। আউট হবার আগে করেন ৯ বলে ১০ রান। তার পর পরই আউট হন ফখর জামান। আভেশ খানের বলে দীনেশ কার্তিকের তালু বন্দী হন তিনি। তিনিও বাবরের সমান ১০ রান করেন। 

সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় সন্ধ্যা ৮টায়। ম্যাচের শুরুতে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। এবারের আসরে এটাই দুই দলে প্রথম ম্যাচ।

গত আড়াই বছরেরও বেশি সময় ধরে ফর্ম নেই ভারতের অন্যতম সেরা এই ব্যাটার। তাই কোহলির ব্যাটে বড় ইনিংসের প্রত্যাশা দলের সবার। 

পাকিস্তানের বিপক্ষে টি-২০র শততম  ম্যাচে রানে ফিরতে পারবেন বলে মনে করছেন তার সতির্থরা। আজকের ম্যাচে বিশ্বের ১৪তম ও ভারতের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টি-২০তে শততম ম্যাচ খেলতে নামলেন কোহলি।

এ ব্যাপারে রোহিত বলেন, আমাদের সবারই প্রত্যাশা কোহলি ফর্মে ফিরবে। বড় ও ম্যাচ জয়ী ইনিংস খেলবে সে। তবে কোহলির অফ-ফর্ম নিয়ে নিয়ে আমরা খুব বেশি চিন্তিত নই। দলের জয়ের জন্য সবসময়ই উন্মুখ থাকে কোহলি। বহু বছর ধরে এটাই করে আসছে সে। এবারও তাই করবে কোহলি। বড় ইনিংস খেলতে ক্ষুধার্ত হয়ে আছে সে। আজকের এ স্পেশাল ম্যাচটি স্মনরনীয় করে রাখার বড় সুযোগ তার সামনে।

কোহলির ফর্ম নিয়ে চিন্তিত ভারত। অন্য দিকে টুর্নামেন্ট শুরুর আগে জোড়া ধাক্কা খেয়েছে পাকিস্তান। ইনজুরির কারণে আগেই এশিয়া কাপ থেকে ছিটকে গেছেন দুই পেসার শাহিন শাহ আফ্রিদি ও মোহাম্মদ ওয়াসিম। 

তাদের পরিবর্তে মোহাম্মদ হাসনাইন ও হাসান আলিকে দলে নিয়েছে পাকিস্তান। দুই পেসারের ছিটকে যাওয়ায় বেশ হতাশা পাকিস্তান অধিনায়ক বাবর আজম। 

বাবর বলেন, বিশ্বমানের বোলার আফ্রিদি। সে খেললে খুব ভাল লাগতো। দুর্ভাগ্যবশত ওয়াসিমও ছিটকে গেছেন। ইনজুরির উপর তো কারও হাত নেই। আশা করছি, যারা আছে সকলেই ভালো করবে।

Provaati
    দৈনিক প্রভাতী