শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৫ ১৪৩১ |   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

মহালয়ার অনুষ্ঠানে যাচ্ছিলেন সবাই

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২২ ১৭ ০৫ ০২  

মহালয়ার-অনুষ্ঠানে-যাচ্ছিলেন-সবাই

মহালয়ার-অনুষ্ঠানে-যাচ্ছিলেন-সবাই

পঞ্চগড়ের বোদা উপজেলায় করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় মৃত ও নিখোঁজ যাত্রীরা মহালয়ার অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী তোলায় এ দুর্ঘটনা ঘটে।

রোববার বিকেলে এ তথ্য জানিয়েছেন বোদা থানার ওসি অজয় কুমার।

তিনি জানান, নৌকাটিতে ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি যাত্রী ছিল। ফলে ভারসাম্য হারিয়ে নদীতে ডুবে যায় যাত্রীবাহী নৌকাটি।

আরো পড়ুন>>> পঞ্চগড়ে নৌকা ডুবে ২৩ জনের মৃত্যু

ওসি আরো জানান, এখন পর্যন্ত ২৩ জনের লাশ উদ্ধার করা সম্ভব হয়েছে। তাদের মধ্যে ১৭ জন ঘটনাস্থলে ও বাকিদের লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। নিখোঁজদের উদ্ধারে অভিযান চলছে।

পঞ্চগড়ের ডিসি মো. জহুরুল ইসলাম জানান, নৌকায় ৭০-৮০ জন যাত্রী উঠেছিল। শনিবার রাতে বৃষ্টি হওয়ায় নদীতে পানিও বেশি ছিল। এ কারণে নৌকাটি ডুবে যায়। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।

Provaati
    দৈনিক প্রভাতী