শনিবার   ৩০ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৫ ১৪৩১ |   ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

‘ভুতুড়ে’ বিমান নিয়ে বাড়ছে রহস্য!

প্রকাশিত: ২৩ আগস্ট ২০২২ ২০ ০৮ ০২  

ভুতুড়ে-বিমান-নিয়ে-বাড়ছে-রহস্য

ভুতুড়ে-বিমান-নিয়ে-বাড়ছে-রহস্য

সবুজের মাঝে সাদা একটা বিন্দু। সেই ছবিটি বড় করতে করতে হঠাৎই সেই সবুজের ভিড়ে সাদা বিন্দুটি ক্রমে একটা আকার নিতে দেখা গেল। একটু স্পষ্ট হতেই বোঝা গেল সবুজে ঘেরা পাহাড়ের মাঝে পড়ে আছে একটি যাত্রিবাহী বিমান। গুগল মানচিত্রে ধরা পড়া সেই বিমান নিয়েই ক্রমশ রহস্য বাড়ছে। 

মানচিত্রে বিমানটির অবস্থান বলছে অস্ট্রেলিয়ার উত্তর কুইন্সল্যান্ডের টাউনসভিল এবং কেয়ার্ন্স উপকূলের মাঝে। আর এ বিমানকে ঘিরেই কৌতূহল বাড়ছে গুগল মানচিত্র ব্যবহারকারীদের মধ্যে।

আরো পড়ুন> প্রেমিক মোটা বলে ছেড়ে যান প্রেমিকা, এরপর যা ঘটলো...

কোথা থেকে এল এ বিমান? এটি কি কোনো যাত্রিবাহী বিমান? কীভাবেই বা ওখানে গেল? তাহলে কি দুর্ঘটনার মুখে পড়েছিল? জঙ্গলের মাঝে পড়ে থাকা ঐ বিমান একসঙ্গে অনেকগুলো প্রশ্ন তুলে দিয়েছে। যদিও গুগল ছবিটি সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলেনি।

বিষয়টি নিয়ে যখন শোরগোল পড়ে গিয়েছে, কেয়ার্ন্স পোস্টকে অস্ট্রেলিয়ান ট্রান্সপোর্ট অথরিটি ব্যুরো জানিয়েছে, কোনো বিমান নিখোঁজ হয়ে গিয়েছে, এমন কোনো খবর তাদের কাছে নেই। তা হলে? এখন এই ‘ভুতুড়ে’ বিমান নিয়েই নেটমাধ্যমে চর্চা তুঙ্গে।

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর