শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৫ ১৪৩১ |   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রকাশিত: ১ সেপ্টেম্বর ২০২২ ২০ ০৮ ০১  

ব্যাটিংয়ে-বাংলাদেশ

ব্যাটিংয়ে-বাংলাদেশ

এশিয়া কাপে বাঁচা-মরার ম্যাচে আজ মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও শ্রীলংকা। দুবাই ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।

এর আগে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলংকা অধিনায়ক দাসুন শানাকা। ফলে আগে ব্যাট করবে বাংলাদেশ।

এই ম্যাচ শুরুর আগে দুই দলই মেতেছিল কথার লড়াইয়ে। সেই ২৭ আগস্ট থেকে যা শুরু। এরপর থেকে কথার আগুনে একে অন্যকে ঝলসে দিয়েছে বাংলাদেশ আর শ্রীলংকা।

আর তাতে উপমহাদেশের অন্যতম এই দ্বৈরথ দিয়েছে মহারণের একটা স্বাদও। সেই কথার লড়াই শেষে এবার পালা মাঠের লড়াইয়ের। সেই লড়াইয়ের শুরুতেই হাসি হেসেছে শ্রীলংকা।টস জিতে বাংলাদেশকে পাঠিয়েছে ব্যাটিংয়ে।

এর আগে বাংলাদেশ অবশ্য টস জিতে ব্যাটিং নিয়েছিল, তবে আজ পরিকল্পনাটা ছিল ভিন্ন, জানালেন সাকিব। টস হারার পর তিনি বলেন, ‘আমরা প্রথমে ফিল্ডিং করতে চেয়েছিলাম, তবে এটা আমাদের নিয়ন্ত্রণে নেই।’

তিনি আরো বলেন, ‘যদি আমরা উইকেট হাতে রাখতে পারি, তাহলে শেষ দশ ওভারে তা কাজে লাগাতে পারব। শেষ ম্যাচে আমরা ভালো ব্যাট করতে পারিনি। যদি আমরা আজ ব্যাটিংটা ভালো করতে পারি, উইকেট হাতে রাখতে পারি, তাহলে ম্যাচটা দারুণ হবে।’

তবে দুই দলের কথার লড়াইয়ে মোটেও কান দেননি সাকিব, ‘সত্যি বলতে আমরা এ নিয়ে কথাই বলিনি। আমরা নিজেদের পারফরম্যান্সেই মনোযোগ দিতে চাই।’ 

দাসুন শানাকা নিজের সিদ্ধান্ত সম্পর্কে বললেন, ‘বড় ম্যাচে চেজ করাটা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। আমরা শেষ কয়েক বছরে যেমন খেলেছি, তেমন খেলাটাই ধরে রাখতে চাই।’

Provaati
    দৈনিক প্রভাতী