শনিবার   ৩০ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৫ ১৪৩১ |   ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বেলাবতে শারদীয় দুর্গোৎসব উদযাপনে চলছে ব্যাপক প্রস্তুতি

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২২ ২১ ০৯ ০১  

বেলাবতে-শারদীয়-দুর্গোৎসব-উদযাপনে-চলছে-ব্যাপক-প্রস্তুতি

বেলাবতে-শারদীয়-দুর্গোৎসব-উদযাপনে-চলছে-ব্যাপক-প্রস্তুতি

নরসিংদীর বেলাব উপজেলায় শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে ২২টি মণ্ডপে দিনরাত প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মৃৎ শিল্পীরা। আগামী শনিবার (১ অক্টোবর) এ পূজা শুরু হয়ে ৫ অক্টোবর (বুধবার) প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে। 

এবার দেবী দুর্গা মায়ের আগমন ঘটবে গজে (হাতির পিঠে চড়ে)  আর বিদায় নেবেন দোলায় চড়ে। সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন দেবীর আগমন আর প্রস্থানে অসুর নাশের পাশাপাশি সুজলা সুফলা শষ্য শ্যামলায় ভরে যাবে দেশ। পূণ্যময় হবে ধরা, আর ভাতৃত্বের বন্ধন ও রোগমুক্তি ঘটবে ভক্তদের। এমন আশায় অন্যরকম আনন্দে ভাসছেন বেলাব উপজেলার হিন্দু সম্প্রদায়ের লোকজন। 

এদিকে পরিবার পরিজনের জন্য কেনা কাটায় ব্যস্ত সময় পার করছেন সনাতন ধর্মাবলম্বীরা। ঘরে বাইরে পূজাকে ঘিরে চলছে ব্যস্ততা। জামা কাপড় তৈরি, কেনা-কাটায় সরগরম শহরের বিপণিবিতানগুলোতে। শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে চারপাশে চলছে এখন উৎসবের আমেজ। ব্যস্ত কারিগরদের রংতুলির ছোঁয়ায় পূর্ণতা পাচ্ছে দেবী দুর্গার রূপ। 

শারদীয় উৎসব আনন্দময় ও শৃঙ্খলা রক্ষায় বেলাব উপজেলা পূজা উদযাপন পরিষদ জোর কর্মযজ্ঞ চালিয়ে যাচ্ছে। প্রশাসনের পরামর্শে প্রতি মণ্ডপে স্বেচ্ছাসেবক টিম গঠন করা হয়েছে। প্রতিটি মণ্ডপ পরিচালনায় গঠন করা হয়েছে আলাদা আলাদা কমিটি। 

কয়েকটি পূজামণ্ডপে ঘুরে দেখা যায়, কাদা মাটি, বাঁশ, খড় ও সুতলি দিয়ে তিলতিল করে গড়ে তোলা দেবী দুর্গার প্রতিমা তৈরিতে দিনরাত ব্যস্ত সময় পার করছেন কারিগররা। বিভিন্ন মন্দিরে একেকজন কারিগর দুর্গাপূজা শুরুর ২০ দিন থেকে ২৫দিন আগে থেকেই প্রতিমা তৈরিতে সময় নিয়েছেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা দক্ষ কারিগররা উপজেলার বিভিন্ন মন্দিরে শুরু করেন এসব প্রতিমা বানানোর কাজ। এরই মধ্যে অধিকাংশ পূজামণ্ডপের প্রতিমা তৈরির মাটির প্রধান কাজ প্রায় শেষ হয়েছে। আগামী দুই একদিনের মধ্যে কারিগররা তাদের নিপুন হাতের প্রতিমা রং করার কাজ শুরু করবেন। 

প্রতিমা শিল্পী জহরলাল জানান, বংশ পরম্পরায় এ পেশায় জড়িত আছেন তারা। পূর্বপুরুষদের কাছ থেকে শেখা কাজ দিয়ে মনের মাধুরি মিশিয়ে তৈরি করছেন প্রতিমা। ২ থেকে ৩ সপ্তাহের মধ্যে তারা এসব প্রতিমা তৈরি করছেন।

বেলাব উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক ও বেলাব সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রবীর কুমার ঘোষ বলেন, নির্বিঘ্নে ও উৎসবের পূর্ণ আবেশ নিয়ে ভক্তদের পূজা উদযাপন শান্তিপূর্ণ করতে আমি ও আমার সহকর্মীরা সদা প্রস্তুত থাকব। 

বেলাব থানার ওসি তানভীর আহমেদ বলেন, দুর্গোৎসব সফল করতে উপজেলা পুলিশ প্রশাসন দফায় দফায় বৈঠক করছেন আয়োজকদের সঙ্গে। পূজায় নিরাপত্তায় প্রতিটি উপজেলায় ইউনিয়ন ভিত্তিক ও মণ্ডপ ভিত্তিক টহল টিম গঠন করা হয়েছে। শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে থানা পুলিশের পক্ষ থেকেও চার স্তরের নিরাপত্তা ব্যবস্থাসহ সব রকম প্রস্তুতি নেয়া হয়েছে।

Provaati
    দৈনিক প্রভাতী