শনিবার   ৩০ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৬ ১৪৩১ |   ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিগব্যাশে খেলতে ক্রিকেটারদের এনওসি দিলো পিসিবি

প্রকাশিত: ২২ আগস্ট ২০২২ ১৯ ০৭ ০২  

বিগব্যাশে-খেলতে-ক্রিকেটারদের-এনওসি-দিলো-পিসিবি

বিগব্যাশে-খেলতে-ক্রিকেটারদের-এনওসি-দিলো-পিসিবি

সপ্তাহ কয়েক আগে পিসিবি জানিয়েছিল, আসন্ন বিগ ব্যাশ লিগে কোনও পাকিস্তানি খেলোয়াড়কে  এনওসি দেবে না তারা। কিন্তু অবশেষে তাদের সে সিদ্ধান্ত থেকে তারা সরে এসেছে। ড্রাফটে পাকিস্তানি ক্রিকেটারদের নাম তালিকাভুক্ত হওয়ায় তাদের অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। 

প্রথম ড্রাফটের না থাকলেও মনোনীত নতুন তালিকায় প্লাটিনাম ক্যাটাগরিতে উঠেছে অলরাউন্ডার শাদাব খানের নাম, যেখানে তার সঙ্গে আছেন ট্রেন্ট বোল্ট, আন্দ্রে রাসেল, জেসন রয়ের মতো তারকারা।

পাকিস্তানের ক্রিকেটারদের বহরে আরও আছেন মোহাম্মদ আমির, সরফরাজ আহমেদ, মোহাম্মদ হাফিজ, উমর আকমল, কামরান আকমল ও ওয়াহাব রিয়াজ।

তিন ফরম্যাটে খেলা বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও শাহীন শাহ আফ্রিদিরা এই তালিকায় নেই। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারিতে ইংল্যান্ড, নিউ জিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে ব্যস্ত মৌসুম কাটাবেন তারা। এরপর শুরু হবে পাকিস্তান সুপার লিগ।

ড্রাফটে মনোনীত খেলোয়াড়দের বেশিরভাগকেই যে পাকিস্তানের আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যাবে না সেটা নিশ্চিত। 

এমনকি বিবিএলের সঙ্গে সাংঘর্ষিক সূচির কারণে প্রথম শ্রেণির টুর্নামেন্ট কায়েদ-ই-আজম ট্রফিতেও অংশ নেবেন না তারা।

এদিকে সংযুক্ত আরব আমিরাতের টি-২০ লিগে চুক্তি করা আজম খান বিগ ব্যাশে অংশ নিতে এনওসির অপেক্ষায় রয়েছেন।

Provaati
    দৈনিক প্রভাতী