শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৫ ১৪৩১ |   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফোনে বন্ধুত্বের প্রস্তাব ফেরানোয় স্কুলছাত্রীকে পুড়িয়ে মারলো বখাটে

প্রকাশিত: ২৯ আগস্ট ২০২২ ১৭ ০৫ ০১  

ফোনে-বন্ধুত্বের-প্রস্তাব-ফেরানোয়-স্কুলছাত্রীকে-পুড়িয়ে-মারলো-বখাটে

ফোনে-বন্ধুত্বের-প্রস্তাব-ফেরানোয়-স্কুলছাত্রীকে-পুড়িয়ে-মারলো-বখাটে

ফোনে বন্ধুত্বের প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় ক্ষোভে বাড়িতে গিয়ে দ্বাদশ শ্রেণির ছাত্রীর শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয় এক বখাটে যুবক। এতে স্কুলছাত্রীর মৃত্যুতে ভারতের ঝাড়খণ্ডের দুমকার গ্রামে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। এ ঘটনায় জড়িত যুবকের শাস্তির দাবিতে তীব্র আন্দোলন চলছে। আন্দোলন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে জানানো হয়, গত মঙ্গলবার প্রতিবেশী স্কুলছাত্রীর শরীরে পেট্রল ঢেলে তাকে জ্বালিয়ে দেন বলে অভিযোগ উঠে এক যুবকের বিরুদ্ধে। শরীরের ৯০ শতাংশ পুড়ে যাওয়া ঐ ছাত্রীকে ভর্তি করা হয় দুমকার মেডিকেল কলেজে। পরে তাকে রাঁচির রাজেন্দ্র ইনস্টিটিউট অব মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়। রোববার রাতে তার মৃত্যু হয়। এ খবর ছড়িয়ে পড়তেই তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

হাসপাতালের বিছানায় শুয়ে মৃত্যুর আগে ঐ স্কুলছাত্রী জানান, দিন দশেক আগে একটি অচেনা নম্বর থেকে ফোন করে তাকে বন্ধুত্বের প্রস্তাব দেওয়া হয়। তিনি রাজি হননি। পরে গত সোমবার আবার ফোন আসে। এবার ‘বন্ধুত্ব’ না করলে খুনের হুমকি দেওয়া হয়। ভয় পেয়ে বাবাকে সব কথা খুলে বলেন স্কুলছাত্রী। বাবা তাকে আশ্বস্ত করে বলেন পরদিন ব্যবস্থা নেবেন। এরপর রাতে যে যার ঘরে ঘুমোতে চলে যান। মঙ্গলবার ভোরে পোড়া গন্ধ পাই। চোখ খুলতেই দেখি, ঐ যুবক পালিয়ে গেল। আমি চিৎকার শুরু করি। আমার সারা শরীরে তখন আগুন ধরে গিয়েছে। বাবা-মা এসে আগুন নেভানোর চেষ্টা করে… পরে তারাই হাসপাতালে নিয়ে আসে।

নিহত েঐ তরুণীর পরিবারের দাবি, জানালা দিয়ে তাদের মেয়ের ঘরে পেট্রল ঢেলে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে।

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর