শনিবার   ৩০ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৬ ১৪৩১ |   ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফের শাস্তির মুখে চেলসি কোচ টুখেল

প্রকাশিত: ২৪ আগস্ট ২০২২ ১১ ১১ ০১  

ফের-শাস্তির-মুখে-চেলসি-কোচ-টুখেল

ফের-শাস্তির-মুখে-চেলসি-কোচ-টুখেল

স্পার্স কোচ এন্টনিও কন্টের সঙ্গে বিবাদে জড়িয়ে এক ম্যাচে নিষেধাজ্ঞাসহ ৩৫ হাজার পাউন্ড জরিমানা গুনেছেন টুখেল। এবার তার বিরুদ্ধে রেফারিকে নিয়ে বিরুপ মন্তব্য করার অভিযোগ উঠেছে। এই বিষয়ে তাকে অভিযুক্ত করেছে ফুটবল এসোসিয়েশন (এফএ)। গত সপ্তাহে প্রিমিয়ার লিগের ম্যাচে টটেনহ্যাম হটস্পার্সের সঙ্গে ড্র করার পর কর্তব্যরত রেফারি এন্থনি টেইলর সম্পর্কে বিরুপ মন্তব্য করেছিলেন তিনি।

আগামী ২৫ আগস্টের মধ্যে অভিযোগের জবাব দিতে হবে টুখেলকে। গত ১৪ আগস্ট অনুষ্ঠিত ম্যাচটিতে টটেনহ্যামের দুটি গোল নিয়েই অসন্তুষ্ট ছিলেন চেলসি কোচ। 

ম্যাচ শেষে তিনি বলেছিলেন, ব্লুজদের বিপক্ষে ওই ম্যাচে টেইলর ম্যাচ পরিচালনা না করলে সম্ভবত ভালো হতো। 

ম্যাচের ইনজুরি টাইমে হেডের মাধ্যমে গোল করে স্পার্সদের সমতায় ফিরিয়ে এনেছিলেন হ্যারি কেন। এর আগে পিয়েরে এমিল হজবার্গের সমতাসুচক গোলটির সময়ও ফাউল ও অফসাইড হয়েছিল বলে মনে করে ব্লুজরা। এমনকি কর্নারের আগে টটেনহ্যামের খেলোয়াড় ক্রিস্টিয়ান রোমেরো তাদের খেলোয়াড় মার্স কুকুরেলার চুল ধরে টান দিলেও টেইলর কোনো ব্যবস্থা না নেয়ায় ক্ষুব্ধ ছিল চেলসি।

রোমেরোর ওই ঘটনাটি ভিএআরে পরখ করে বাতিল করা হয়। এরপর কর্নার থেকে গোল করেন কেন। পরে ভিএআরের দায়িত্বে থাকা মাইক ডিন বলেছেন যে তিনি টেইলরকে মাঠের মনিটরে ঘটনাটি পরখ করতে না বলে ভুল করেছেন। 

ওই ঘটনায় রোমেরোর লাল কার্ড পাওয়ার সম্ভাবনা ছিল। খেলা শেষে চেলসির বিপক্ষে ম্যাচে টেইলরকে রেফারির দায়িত্ব না দিলে ভালো হতো কিনা জানতে চাইলে টুখেল বলেন, মনে হয় এটি অনেক ভালো হতো।

Provaati
    দৈনিক প্রভাতী