শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৫ ১৪৩১ |   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

প্রযোজকের বিরুদ্ধে ৩৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ মাহির

প্রকাশিত: ১৯ আগস্ট ২০২২ ১৩ ০১ ০২  

প্রযোজকের-বিরুদ্ধে-৩৫-লাখ-টাকা-আত্মসাতের-অভিযোগ-মাহির

প্রযোজকের-বিরুদ্ধে-৩৫-লাখ-টাকা-আত্মসাতের-অভিযোগ-মাহির

জেনিফার ফেরদৌস প্রযোজিত ও মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘আশীর্বাদ’ নামের চলচ্চিত্রটি সরকারি অনুদান পায় ২০১৯-২০ অর্থবছরে। চলচ্চিত্রটির মুক্তির কাজ চলছে।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর মালিবাগে আবু জাফর গিফারী কলেজে সংবাদ সম্মেলন করেন অভিনেত্রী মাহি। এ সময় তিনি বলেন, সরকারের কাছ থেকে প্রযোজক জেনিফার ৬০ লাখ টাকা অনুদান পেলেও খরচ করেছেন ২৫ লাখ টাকা। বাকি টাকা নিজের কাজে ব্যবহার করেছেন তিনি।

সরকারি অনুদানের সিনেমায় জবাবদিহি প্রত্যাশা করে মাহি আরো বলেন, আমি অনুরোধ করব যেন জবাবদিহির ব্যবস্থা রাখা হয়। যেন কেউ টাকা নিয়ে শপিং করতে না পারে।

মাহি জানান, তিনি সিনেমায় ১০ লাখ টাকা করে নেন। অনুদানের সিনেমায় বাজেট কম থাকে, তবুও কাজ করার আগ্রহ থেকে তিনি সম্মানী কমিয়ে ৫ লাখ টাকা নিয়েছেন। রোশান নিয়েছেন ১ লাখ টাকা।

তিনি আরো জানান, পরিচালক এবং শিল্পীদের অনেকে সম্মানীই পাননি। অনেককে যে সম্মানীর কথা বলা হয়েছিল, সেই পরিমাণ অর্থ দেয়া হয়নি।

সম্প্রতি ‘আশীর্বাদ’ সিনেমার প্রযোজক জেনিফার ফেরদৌস এক সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা শিল্পীদের নিয়ে কটু কথা বলেছেন দাবি করে বৃহস্পতিবার মাহি ও রোশান সংবাদ সম্মেলনে আসেন। এতে উপস্থিত ছিলেন নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিকও।

সংবাদ সম্মেলনে অভিনেতা রোশান বলেন, প্রযোজক টাকা বাঁচানোর জন্য গ্রামের অংশের শুটিংয়ে যাকে পাচ্ছে তাকে ধরে নিয়ে পাকিস্তানি আর্মি বানিয়ে দিয়েছেন। তাদের দেখলেই বোঝা যায়। কারণ তাদের বয়স কম; অস্ত্র ঠিকমতো ধরতে পারে না।

প্রযোজকের বিরুদ্ধে মাহির অভিযোগকে অর্থ আত্মসাৎ বলা যায় কি না, তা জানতে চাইলে নির্মাতা মানিক বলেন, এটাকে অর্থ আত্মসাৎ বলতে পারেন।

তিনি আরো বলেন, সিনেমাটি আমি বানাতে পারি না। সিনেমাটি যদি কেউ দেখে, তাহলে তারা আমাকে গালি দেবে।

প্রযোজকের অর্থ খরচ না করার বিষয়টি পরিচালকের জ্ঞাতসারে হয়েছে। এতদিন কেন প্রতিবাদ করেননি, জানতে চাইলে মানিক বলেন, আমি কাউকে ফাঁসাতে চাই না। আমি কাজটি করেছি শুধু আমার ওস্তাদ জাকির হোসেন রাজুর কথা শুনে এবং একটা কাজ শুরু করেছি, কিন্তু শেষ করব না, সেটা কেমন হয় এটা ভেবে।

নির্মাতা মানিকের সাম্প্রতিক বক্তব্য প্রযোজকের পক্ষে গেলেও বৃহস্পতিবার তিনি জানান, সেই বক্তব্য তিনি চাপে পড়ে দিয়েছিলেন।

আগের বক্তব্যে মাহিকে ‘মিথ্যাবাদী’ বলে দাবি করেছিলেন মানিক। বৃহস্পতিবার নায়িকাকে নিয়ে আগের বক্তব্য প্রত্যাহার করে প্রযোজককে দোষী বলে অভিযোগ করেন নির্মাতা।

Provaati
    দৈনিক প্রভাতী