শনিবার   ৩০ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৫ ১৪৩১ |   ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

পেছাল ‘আশীর্বাদ’ সিনেমার মুক্তি, বিব্রত নির্মাতা

প্রকাশিত: ১৫ আগস্ট ২০২২ ১৪ ০২ ০১  

পেছাল-আশীর্বাদ-সিনেমার-মুক্তি-বিব্রত-নির্মাতা

পেছাল-আশীর্বাদ-সিনেমার-মুক্তি-বিব্রত-নির্মাতা

সরকারি অনুদানের সিনেমা আশীর্বাদ। সম্প্রতি সিনেমাটির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন সিনেমার প্রযোজক জেনিফার ফেরদৌস, পরিচালক মোস্তাফিজুর রহমান মানিকসহ আমন্ত্রিত অতিথিরা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আশীর্বাদ মুক্তি পাবে ১৯ আগস্ট। কিন্তু রোববার রাতে পরিচালক জানান, সিনেমাটির মুক্তি পিছিয়েছে। আশীর্বাদ মুক্তি পাচ্ছে ২৬ আগস্ট।

এর কারণ জানতে চাইলে মানিক বলেন, প্রথমত সিনেমার প্রচারের জন্য আরো কিছু সময় পাওয়া যাবে। দ্বিতীয়ত, আগের কিছু সিনেমা এখনো ভালো যাচ্ছে, ২৬ আগস্ট আরো কিছু প্রেক্ষাগৃহ পাওয়া যাবে।

সেই সংবাদ সম্মেলনে মানিক বলেছিলেন, গল্পের কারণেই সিনেমাটি সবার দেখা উচিৎ। কি আছে আশীর্বাদ সিনেমার গল্পে?

মানিক বলেন, আশীর্বাদ মুক্তিযুদ্ধের সিনেমা। আবার এ সময়ের গল্পও আছে। আমার জানা মতে, এ সিনেমাতেই মুক্তিযুদ্ধে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর ভূমিকা দেখান হয়েছে।

তিনি আরো বলেন, এটা একটা ফিকশনাল গল্প। মুক্তিযুদ্ধে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর অবদান নিয়ে কোনো সত্য ঘটনা আছে কি না জানা নেই।

সিনেমাতে আরো কিছু আছে বলে জানান মানিক। সিনেমাতে যুদ্ধ আছে, প্রেম, বিচ্ছেদ আছে। সিনেমায় বর্তমান সময়ে এসে মাহির অটিজম নিয়ে কাজ করার গল্পও আছে বলে জানান মনিক।

আশীর্বাদ সিনেমা নিয়ে সেই সংবাদ সম্মেলন হওয়ার পর থেকেই প্রযোজকের সঙ্গে কেন্দ্রীয় চরিত্রের শিল্পী মাহিয়া মাহি, রোশানের বাকযুদ্ধ চলছে। সিনেমার শুরু থেকে শুটিংয়ের সময়ের নানা ঘটনার উদাহরণ টেনে একে অপরকে দোষারোপ করছেন প্রযোজক ও শিল্পীরা।

বিষয়টি নিয়ে খুবই বিব্রত জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক। তিনি বলেন, আমি খুবই বিব্রত। আমি বিষয়গুলো নিয়ে কথা বলব। কয়েকদিনের মধ্যে আমি একটি সংবাদ সম্মেলন করার পরিকল্পনা করছি।

Provaati
    দৈনিক প্রভাতী