শনিবার   ৩০ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৫ ১৪৩১ |   ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

পুলিশ ডেকে স্বেচ্ছায় ‘গ্রেফতার’ হলেন ১০০ বছরের বৃদ্ধা!

প্রকাশিত: ২৫ আগস্ট ২০২২ ১৬ ০৪ ০২  

পুলিশ-ডেকে-স্বেচ্ছায়-গ্রেফতার-হলেন-১০০-বছরের-বৃদ্ধা

পুলিশ-ডেকে-স্বেচ্ছায়-গ্রেফতার-হলেন-১০০-বছরের-বৃদ্ধা

জন্মদিন নিয়ে অনেকেরই নিত্যনতুন পরিকল্পনা থাকে। কেউ এই বিশেষ দিনে বেড়াতে যেতে চান। অনেকে আবার বন্ধু-বান্ধবের সঙ্গে সময় কাটান। কিন্তু জন্মদিনে হাতকড়া পরতে চান, এমন ইচ্ছাও যে হতে পারে, তেমন উদাহরণ সত্যিই বিরল।

অস্ট্রেলিয়ার বাসিন্দা জিন বিকেন্টন। পা রেখেছেন ১০০ বছরে। শতবর্ষের জন্মদিনের উদ্‌যাপনটা একটু নাটকীয় করে তুলতে চেয়েছিলেন তিনি। জিনের বহু দিনের শখ, তিনি জীবনে এক বার পুলিশের হাতে গ্রেফতার হবেন। শখপূরণের জন্য তিনি বেছে নিয়েছিলেন জন্মদিনটিকেই। স্থানীয় একটি পার্কে জন্মদিন উপলক্ষে পার্টির আয়োজন করেছিলেন। পরিকল্পনা এমন করে সাজানো হয়, অনুষ্ঠান চলাকালীন সাইরেন বাজিয়ে উপস্থিত হবে পুলিশ। এবং জন্মদিনের অনুষ্ঠান করতে বাধা দেবেন। তার পর জিনকে হাতকড়া পরিয়ে গ্রেফতার করবে। সেই মতো পুলিশের সঙ্গে আগে থেকে কথা বলে রেখেছিলেন জিন।

পরিকল্পনামাফিক নির্দিষ্ট সময়ে জন্মদিনের অনুষ্ঠান শুরু হয়। যথা সময়ে শোনা যায় পুলিশের সাইরেন। জিন মনে মনে তৈরি ছিলেন। পুলিশ এসে হাতকড়া পরিয়ে গ্রেফতার করে ‘বার্থডে গার্ল’কে। নাটকীয় গ্রেফতারির পর হুইলচেয়ারে বসে পুলিশকর্মীদের সঙ্গে ছবিও তোলেন জেন। নেটমাধ্যমে জিনের এমন আজব শখের কাহিনি ও ছবি প্রকাশ পেতেই ভাইরাল হয়ে যায় মুহূর্তের মধ্যে। জিনকে ১০০ বছরের জন্মদিনে শুভেচ্ছাও জানিয়েছেন অনেকে।

সূত্র: আনন্দবাজার

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর