শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৫ ১৪৩১ |   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বিচ্ছিন্ন, সম্ভাব্য বিপর্যয়ে ইউরোপ: জেলেনস্কি

প্রকাশিত: ২৬ আগস্ট ২০২২ ১৬ ০৪ ০২  

পারমাণবিক-বিদ্যুৎকেন্দ্র-বিচ্ছিন্ন-সম্ভাব্য-বিপর্যয়ে-ইউরোপ-জেলেনস্কি

পারমাণবিক-বিদ্যুৎকেন্দ্র-বিচ্ছিন্ন-সম্ভাব্য-বিপর্যয়ে-ইউরোপ-জেলেনস্কি

ইউক্রেনের পাওয়ার গ্রিড থেকে জাপোরিঝজিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বিচ্ছিন্ন হওয়ায় সম্ভাব্য বিপর্যয়ের মুখে রয়েছে ইউরোপ।

বৃহস্পতিবার রাতে এক ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ কথা জানান।

তিনি আরো জানান, জাপোরিঝজিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি একটিমাত্র ব্যাক-আপ বিদ্যুৎ সরবরাহ করছিল। চাইলে এটিকে নিরাপদে পরিচালনা করা যেত। বিদ্যুৎকেন্দ্রের লাইনটি আগুনে ধ্বংস হওয়ায় সেটি বিচ্ছিন্ন হয়েছে।

ইউরোপের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটির পাশে যুদ্ধ সংঘটিত হওয়ায় উদ্বেগ বাড়ছে।

প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, যদি আমাদের ডিজে চালিত জেনারেটর চালু না হতো, যদি আমাদের স্বয়ংক্রিয় মেশিন ও আমাদের প্ল্যান্টের কর্মীরা অন্ধকার হওয়ার পর ঘটনাস্থলে না পৌঁছাতো তবে একটি ভয়াবহ রেডিয়েশনের দুর্ঘটনা ঘটতো।

ইউক্রেনের পারমাণবিক এজেন্সি বলছে, আগুনের কারণে ক্ষতি হয়েছে। প্ল্যান্টের পাওয়াল লাইন বাধাগ্রস্ত হওয়ায় বৃহস্পতিবার দেশের ইতিহাসে প্রথমবার জাপোরিঝজিয়ার সঙ্গে দেশটির জাতীয় গ্রিডের সংযোগ সাময়িক বন্ধ হয়।

কিয়েভের কর্মকর্তারা বলছেন, জাতীয় গ্রিড থেকে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বিচ্ছিন্ন হওয়ায় কেন্দ্রটির দু’টি বিদ্যুতের ইউনিট সংযোগহীন হয়ে পড়ে। 

ইউক্রেনের জাতীয় পারমাণবিক কোম্পানি বলছে, জাতীয় গ্রিডের সঙ্গে চুল্লি সংযুক্ত করতে শুক্রবার কাজ শুরু হয়েছে। তবে যুদ্ধের কারণে জাপোরিঝজিয়ার অন্য চারটি  চুল্লি যুক্ত করা সম্ভব হচ্ছে না।

বুধবারের স্যাটেলাইটের ছবিতে দেখা যাচ্ছে, পারমাণবিক কমপ্লেক্সের পাশেই ভয়াবহভাবে আগুন দাউ দাউ করে জ্বলছে। এটির জন্য রাশিয়ার হামলাকে দায়ী করছেন জেলেনস্কি। একইসঙ্গে ইউরোপ ও ইউক্রেনকে বিপর্যয়ে ফেলতে মস্কো এক পা বাড়িয়েছে বলে অভিযোগ করেন কৌতুক অভিনেতা থেকে প্রেসিডেন্ট হওয়া জেলেনস্কি।

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর