শনিবার   ৩০ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৬ ১৪৩১ |   ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

দলের সঙ্গে যেতে পারেননি তাসকিন-বিজয়

প্রকাশিত: ২৩ আগস্ট ২০২২ ১৯ ০৭ ০১  

দলের-সঙ্গে-যেতে-পারেননি-তাসকিন-বিজয়

দলের-সঙ্গে-যেতে-পারেননি-তাসকিন-বিজয়

এশিয়া কাপে অংশগ্রহণ করতে এখন সংযুক্ত আরব আমিরাতের পথে বাংলাদেশ ক্রিকেট দল। আগামী ৩০ আগস্ট আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ মিশন শুরু হবে টাইগারদের। স্কোয়াডের সবাই দেশ ছাড়লেও দলের সঙ্গে নেই তাসকিন ও বিজয়।

মঙ্গলবার দলের সব খেলোয়াড় বিমানবন্দরে উপস্থিত হলেও দেখা যায়নি এ দুজনকে। পরে জানা গেল ভিসা জটিলতার কারণে তারা আজ দলের সঙ্গে যেতে পারছেন না। 

বিসিবি সুত্রে জানা যায় ভিসা পেতে দেরি হওয়ায় তাদের যাত্রা একদিন পিছিয়ে গেছে। অর্থাৎ তারা কাল ২৪ আগস্ট সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে উড়াল দিবেন।

২৭ আগস্ট থেকে মহাদেশীয় ক্রিকেটের শ্রেষ্ঠত্বের এই আসর শুরু হচ্ছে। এই টুর্নামেন্টে দলের সঙ্গে থাকবেন সদ্য নিয়োগপ্রাপ্ত টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরাম।

এদিকে দলের সব খেলোয়াড় বিমানবন্দরে উপস্থিত হলেও দেখা যায়নি দলের ক্যাপ্টেন সাকিবকেও। সবাই ইমিগ্রেশনের জন্য এয়ারপোর্টে ঢুকলেও সবার অগোচরে ভিআইপি গেট দিয়ে প্রবেশ করেন সাকিব আল হাসান। 

সকল ভক্ত-অনুরাগী থেকে শুরু করে সাংবাদিকরা অপেক্ষা করছিলেন নতুন এই অধিনায়কের জন্য। দুপুর গড়িয়ে বেলা ৩:৫০ মিনিটে খবর আসে সাকিব ২ নম্বর গেট দিয়ে নয় তিনি ভিআইপি গেট দিয়ে বিমানবন্দরের ভিতরে প্রবেশ করেছেন। এতে বেশ হতাশই হন বিমানবন্দরে উপস্থিত উৎসুক জনতা।

সংযুক্ত আরব আমিরাতে কয়েকদিনের ক্যাম্প করার কথা রয়েছে মুশফিক-রিয়াদদের। এরপর এশিয়া কাপে গ্রুপ পর্বের নিজেদের প্রথম ম্যাচে ৩০ তারিখ আফগানিস্তানের মুখোমুখি হবে টাইগাররা। নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে ১ সেপ্টেম্বর সাকিবরা মুখোমুখি হবে লংকানদের।

এশিয়া কাপে রাসেল ডমিঙ্গোকে ছাড়াই খেলতে যাচ্ছে বাংলাদেশ। কারণ এই টুর্নামেন্টে দলের সঙ্গে থাকবেন নবনিযুক্ত টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরাম।

Provaati
    দৈনিক প্রভাতী