শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৫ ১৪৩১ |   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

টি-২০তে ৬০০০ এর ঘরে সাকিব

প্রকাশিত: ১ সেপ্টেম্বর ২০২২ ২৩ ১১ ০২  

টি-২০তে-৬০০০-এর-ঘরে-সাকিব

টি-২০তে-৬০০০-এর-ঘরে-সাকিব

বাংলাদেশের রেকর্ড বয় সাকিবের জন্য এশিয়া কাপ আরো দুটি রেকর্ড বয়ে নিয়ে এলো। আগের ম্যাচে শততম টি-২০ ম্যাচের মাইফলকে পৌঁছেছিলেন সাকিব আল হাসান। 

আর আজ শ্রীলংকার বিপক্ষে পৌঁছে গেলেন ক্যারিয়ারের আরও একটি অনন্য মাইলফলকে। টি-২০ তে ৬০০০ রানের ঘরে পৌছে গেলেন তিনি। ইনিংসের ১০ম ওভারেই বাউন্ডারি মেরে টি-২০ ক্রিকেটে ৬০০০ রানের মাইলফলক স্পর্শ করেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। 

শুধু তাই নয়, টি-২০ ক্রিকেটে এর আগেই ৪০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছিলেন সাকিব। ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার ডোয়াইন ব্রাভোর পর টি-২০তে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ৬০০০ রান এবং ৪০০ প্লাস উইকেট নেয়ার গৌরব অর্জন করলেন সাকিব। 

সব মিলিয়ে টি-২০র ৫৪৯ ম্যাচ খেলে ডোয়াইন ব্র্যাভোর রান ৬৮৭১ এবং উইকেট সংখ্যা ৬০৫টি।

Shakib Al Hasan becomes only the second cricketer to score 6,000 runs and take 400 wickets in T20s

Provaati
    দৈনিক প্রভাতী