শনিবার   ৩০ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৫ ১৪৩১ |   ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

টঙ্গীতে ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২২ ২১ ০৯ ০১  

টঙ্গীতে-ট্রেনের-ধাক্কায়-এক-ব্যক্তির-মৃত্যু

টঙ্গীতে-ট্রেনের-ধাক্কায়-এক-ব্যক্তির-মৃত্যু

গাজীপুরের টঙ্গীতে ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে টঙ্গীর তিস্তার গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

পরে স্থানীয় লোকজন উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মীর জোবায়ের কবিরকে (৩৭) মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। নিহত ঐ ব্যক্তি রাজশাহী জেলার শাহ মখদুম থানার ছোট বনগ্রাম গ্রামের মীর আহসানুল কবিরের ছেলে। 

পুলিশ জানায়, জোবায়ের ঐ এলাকার রেললাইনদিয়ে হাঁটছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা ব্রাহ্মণবাড়ীয়াগামী তিতাস কমিউটার ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে ছিটকে পড়ে মাথা ও পায়ে গুরুতর জখম হন। 

টঙ্গী রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ এসআই নূর মোহাম্মদ বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় রেলওয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

Provaati
    দৈনিক প্রভাতী