শনিবার   ৩০ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৫ ১৪৩১ |   ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জোড়া গোলে রিয়ালকে জেতালো বেনজেমা

প্রকাশিত: ২৯ আগস্ট ২০২২ ১২ ১২ ০২  

জোড়া-গোলে-রিয়ালকে-জেতালো-বেনজেমা

জোড়া-গোলে-রিয়ালকে-জেতালো-বেনজেমা

লা লিগার ম্যাচে আবারো রিয়াল মাদ্রিদের হিরো করিম বেনজেমা। শেষ মুহূর্তে জোড়া গোলে দলকে উপহার দিলেন দারুণ এক জয়।

রোববার রাতে এস্পানিওলের আরসিডিই স্টেডিয়ামে ম্যাচটি ৩-১ গোলে জিতেছে রিয়াল। টানা তিন জয়ে লিগ টেবিলের শীর্ষে ফিরেছে কার্লো আনচেলত্তির দল।

ভিনিসিউসের দারুণ গোলে দ্বাদশ মিনিটে এগিয়ে যায় রিয়াল। অহেলিয়া চুয়ামেনির বক্সে ছোট করে বাড়ানো থ্রু বল ছুটে গিয়ে প্রথম ছোঁয়ায় কোনাকুনি শটে জালে পাঠান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

৩২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করার ভালো সুযোগ পান ভিনিসিউস। তবে ডি-বক্সে ফাঁকায় বল পেয়েও শট লক্ষ্যে রাখতে পারেননি তিনি।

হঠাৎ জেগে ওঠা দলটি ৪৩তম মিনিটে চ্যাম্পিয়নদের স্তব্ধ করে দিয়ে সমতা ফেরায়। এদের মিলিতাওয়ের বাধা এড়িয়ে জোরাল শট নেন হোসেলু, কোনোমতে ঠেকিয়ে দেন কোর্তোয়া। ফিরতি বল পেয়ে এবার আর ব্যর্থ হননি স্প্যানিশ ফরোয়ার্ড, কোনাকুনি শটে খুঁজে নেন ঠিকানা।

বিরতির পরও উজ্জীবিত ফুটবল খেলতে থাকে এস্পানিওল। তাদের একের পর এক আক্রমণে বেশ খানিকটা সময় রক্ষণে ব্যস্ত সময় কাটাতে হয় রিয়ালকে। ৬০তম মিনিটে দ্বিতীয় গোল প্রায় পেয়েই যাচ্ছিলেন হোসেলু। জটলার মধ্যে থেকে তার জোরাল শট কোনোমতে ঠেকান কোর্তোয়া।

আক্রমণে ধার বাড়াতে ৫৮তম মিনিটে লুকা মদ্রিচ ও ফেদে ভালভেরদেকে তুলে দুই তরুণ এদুয়ার্দো কামাভিঙ্গা ও রদ্রিগোকে নামান রিয়াল কোচ।

দুই মিনিট পর পাল্টা আক্রমণে কামাভিঙ্গার পাস ধরে বেনজেমার নেওয়া শট ঠেকিয়ে দেন এস্পানিওল গোলরক্ষক। খানিক পর ফরাসি ফরোয়ার্ড জালে বল পাঠানও; তবে বাজে অফসাইডের বাঁশি।

গোল পেতে মরিয়া রিয়াল চাপ ধরে রাখলেও নিশ্চিত সুযোগ পাচ্ছিল না। অবশেষে ৮৮তম মিনিটে দলকে এগিয়ে নেন বেনজেমা। বাঁ দিক থেকে দূরের পোস্টে ক্রস বাড়ান রদ্রিগো আর গোলমুখে কিছুটা লাফিয়ে নেওয়া শটে দলকে উল্লাসে ভাসান কদিন আগে উয়েফার বর্ষসেরা হওয়া তারকা।

যোগ করা সময়ের চতুর্থ মিনিটে ডি-বক্সের বাইরে এসে দানি সেবাইয়োসকে ফাউল করেন এস্পানিওলের গোলরক্ষক লুকুম্পতে। সময় নিয়ে ভিএআরে দেখে তাকে লাল কার্ড দেখান রেফারি।

এস্পানিওল আগেই বদলি খেলোয়াড়ের কোটা শেষ করে ফেলায় বাধ্য হয়ে ডিফেন্ডার কাবরেরা গ্লোভস পরে পোস্টে দাঁড়ান। সুযোগটা দারুণভাবে কাজে লাগান বেনজেমা। নিখুঁত ফ্রি কিকে গোল করে সব অনিশ্চয়তার ইতি টেনে দেন তিনি।

তিন ম্যাচে তিন জয়ে রিয়ালের পয়েন্ট হলো ৯। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে দুইয়ে রিয়াল বেতিস।

Provaati
    দৈনিক প্রভাতী