শনিবার   ৩০ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৫ ১৪৩১ |   ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাভির কাছে এটাই শেষ ২০ বছরে সবচেয়ে কঠিন গ্রুপ

প্রকাশিত: ২৮ আগস্ট ২০২২ ১৫ ০৩ ০১  

জাভির-কাছে-এটাই-শেষ-২০-বছরে-সবচেয়ে-কঠিন-গ্রুপ

জাভির-কাছে-এটাই-শেষ-২০-বছরে-সবচেয়ে-কঠিন-গ্রুপ

তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত হয়েছে চ্যাম্পিয়ন্স লিগের এবারের আসরের গ্রুপপর্বের ড্র। যেখানে আবারো বায়ার্ন মিউনিখের সামনে পড়েছে বার্সেলোনা। একই গ্রুপে আছে ইন্টার মিলানের মতো জায়ান্টরা। শেষ ২০ বছরের ইউসিএল ইতিহাসে এটাই সবচেয়ে কঠিন গ্রুপ বলে মন্তব্য করেছেন বার্সা কোচ জাভি।

গত বছর বায়ার্নের কাছে দুই হারই বার্সেলোনার ইউরোপা লিগে যাওয়ার পথ গড়ে দিয়েছিল। শঙ্কাটা থেকে যাচ্ছে এবারও। শঙ্কাটা মুখ ফুটে না বললেও কোচ জাভি হার্নান্দেজ জানালেন, তাদের গ্রুপটা বেশ কঠিন। এতটাই যে, শেষ ২০ বছরেও এর চেয়ে বেশি কঠিন গ্রুপ আর হয়নি!

চ্যাম্পিয়ন্স লিগের ‘সি’ গ্রুপে বায়ার্ন মিউনিখ ও ইন্টার মিলানও উভয়েই বার্সেলোনার বড় প্রতিপক্ষ। এই তিন দলেরই আছে চ্যাম্পিয়ন্স লিগ জেতার ইতিহাস। এখানেই শেষ নয়, তিন দল অন্তত এক বার করে জিতেছে ট্রেবলও।

বার্সা আর বায়ার্নের দুইবার করে মৌসুমে লিগ, কাপ আর চ্যাম্পিয়ন্স লিগ জেতার ইতিহাসও আছে। তিন ট্রেবলজয়ী দল একই গ্রুপে চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাসে আর কখনোই মুখোমুখি হয়নি। অন্য দলটা ভিক্টোরিয়া প্লাজেন। তবে তাতে গ্রুপটা সহজ হয়ে যাচ্ছে না একটুও।  

ফলে এই গ্রুপকে মৃত্যুকূপ বলে দেওয়া চলে অনায়াসেই। এই কারণেই কি না, গ্রুপিংয়ের পর থেকেই আলোচনা হচ্ছে দেদারসে। ইস্তাম্বুলে ড্রয়ের পরে বার্সেলোনার ক্রীড়া ব্যবস্থাপক জর্দি ক্রুইফ বলেই ফেলেছিলেন, ভোগান্তি অপেক্ষা করছে বার্সার জন্য।

তার ভাষায়, ‘আমরা শক্তিশালী ও বেশ গুরুত্বপূর্ণ দলের বিপক্ষে খেলতে যাচ্ছি। গ্রুপটা কঠিনই হতে যাচ্ছে। এটা মৃত্যুকূপ। এই মৃত্যুকূপ উপভোগের, ভোগান্তিরও। তবে দুশ্চিন্তা শব্দটাকে ভুলে যেতে হবে আমাদের। আমাদের আশাবাদীই হতে হবে।’

জাভিও কথায় প্রতিধ্বনিত হলো একর মিশেল। বার্সা কোচ বলেন, ‘আমাদের লক্ষ্যটা থাকবে যে কোনো দলকেই হারিয়ে দেওয়া। তবে এটা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ২০ বছরের সবচেয়ে কঠিন গ্রুপ, এ নিয়ে কোনো সন্দেহই নেই।’

তবে কঠিন গ্রুপ বলে মোটেও আশা হারাচ্ছেন না কোচ জাভি। তিনি বলছেন, ‘আমরা চলতি দলবদলে বেশ কিছু শক্তিশালী খেলোয়াড় কিনেছি। আমাদের আশাবাদী হতেই হবে।’

Provaati
    দৈনিক প্রভাতী