শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৫ ১৪৩১ |   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

গরুর শিং এ আগুন লাগিয়ে উৎসব, ঘটলো বড় অঘটন

প্রকাশিত: ২৬ আগস্ট ২০২২ ২০ ০৮ ০২  

গরুর-শিং-এ-আগুন-লাগিয়ে-উৎসব-ঘটলো-বড়-অঘটন

গরুর-শিং-এ-আগুন-লাগিয়ে-উৎসব-ঘটলো-বড়-অঘটন

স্পেনে প্রতিবছর আয়োজন করা হয় বিখ্যাত ষাঁড়ের লড়াই। আর সেই উৎসবে যোগ দেয় দেশ-বিদেশের হাজারো মানুষ। কিন্তু সম্প্রতি সেই উৎসবে ষাঁড়কে উত্তেজিত করার জন্য তার দুই শিং এ আগুন লাগিয়ে দেওয়া হয়। এতে ষাঁড়টি ক্ষিপ্ত হয়ে আগুন লাগানোর কাজে জড়িত যুবককে গুঁতো দেয়। আর এতে গুরুত্বর আহত হয়ে মারা যায় সেই যুবকটি।

গত রোববার (২১ আগস্ট) স্পেনে ভাল্লাদার ভ্যালেনসিয়া শহরে এ মর্মান্তিক ঘটনা ঘটে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল।

প্রতিবেদনে বলা হয়, ষাঁড়ের গুঁতোয় নিহত ওই যুবকের নাম অ্যাডরিয়ান মার্টিনেজ ফার্নানদেজ। ২৪ বছর বয়সী ওই যুবক এ প্রতিযোগিতায় অংশ নেয়ার জন্য আলমানসা থেকে ছুটে এসেছিল। কিন্তু ষাঁড়ের গুঁতোয় বাহ্যিকভাবে তার কোনো ক্ষত দেখা না গেলেও তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়।

হাসপাতালে নেয়ার পর চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে জানতে পারেন তার প্লিন ছিঁড়ে গেছে। ফলে তারা তার বাঁচার আশা ছেড়ে দেন।

আরো পড়ুন>> আরো আইনি জটিলতার মুখে ট্রাম্প

এ ঘটনার পরই ওই দিনের রাতের খেলা স্থগিতের নির্দেশ দেন সিটি কাউন্সিল। তবে পরের দিন ওই খেলা অনুষ্ঠিত হয়েছিল। রোববার ষাঁড়ের হামলায় আহত ওই যুবকের পরের দিন সোমবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।

করোনা মহামারির কারণে দীর্ঘ দুই বছর ধরে এই খেলা বন্ধ রেখেছিল স্পেন প্রশাসন। এখন পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আবার তা শুরু হয়েছে।

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর