শনিবার   ৩০ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৬ ১৪৩১ |   ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলার মাঠ খুঁড়তেই মিলল পদ্ম গোখরার ২৯ ডিম

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২২ ১৮ ০৬ ০১  

খেলার-মাঠ-খুঁড়তেই-মিলল-পদ্ম-গোখরার-২৯-ডিম

খেলার-মাঠ-খুঁড়তেই-মিলল-পদ্ম-গোখরার-২৯-ডিম

সম্পর্কিত খবর ববি ক্যাম্পাসে মিলল ডিমসহ ‘পদ্ম গোখরা’  বরিশালে খেলার মাঠে মাটির ঢিবি খুঁড়ে পদ্ম গোখরা সাপের ২৯টি ডিম উদ্ধার করেছে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

বৃহস্পতিবার দুপুরে নগরীর বান্দ রোডের একটি খেলার মাঠ খুঁড়ে এসব ডিম উদ্ধার করেন ‘অ্যানিমেল ওয়েলফেয়ার অব বরিশাল’র সদস্যরা।

সংগঠনটির সমন্বয়ক সৈয়দা সাবিকুন নাহার তুবা বলেন, ডিম পাওয়ার বিষয়টি জানার পর ছবি তুলে বনবিভাগের বিশেষজ্ঞদের দেখানো হয়। পরে এসব ডিম পদ্ম গোখরার বলে নিশ্চিত করেন তারা। তবে ২৯টি ডিম নিয়ে আমরা বাচ্চা ফোটানোর প্রক্রিয়া সম্পন্ন করবো। এরপর বনবিভাগে হস্তান্তর করা হবে।

স্থানীয় বাসিন্দা মো. জামাল সিকদার বলেন, মাঠে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন চলছিল। বৃষ্টির পানি জমে থাকায় নালা কাটা হয়। মাটি কাটতেই ২৯টি ডিম দেখি। সাপের ডিম ভেবে স্বেচ্ছাসেবী সংগঠনকে খবর দেওয়া হয়। পরে তারা এসব ডিম নিয়ে যান।

Provaati
    দৈনিক প্রভাতী