শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৫ ১৪৩১ |   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

করতোয়ায় নৌকাডুবি: মৃতদের পরিবার পাবে ২০ হাজার টাকা

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২২ ২১ ০৯ ০২  

করতোয়ায়-নৌকাডুবি-মৃতদের-পরিবার-পাবে-২০-হাজার-টাকা

করতোয়ায়-নৌকাডুবি-মৃতদের-পরিবার-পাবে-২০-হাজার-টাকা

পঞ্চগড়ের বোদায় করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় মৃতদের পরিবারকে ২০ হাজার করে টাকা দেওয়ার ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন। রোববার দুপুরে করতোয়া নদীতে এ ট্রলারডুবির ঘটনা ঘটে।

তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

জানা যায়, ট্রলারটি কিছুদূর যাওয়ার পর দুলতে শুরু করলে মাঝি ফিরিয়ে আনার চেষ্টা করেন। একপর্যায়ে নদীর মাঝখানে ট্রলারটি ডুবে যায়। অনেকেই সাঁতরে তীরে উঠলেও শিশুসহ অনেকেই ডুবে যায় এবং সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ২৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে আটজনের মৃত্যু হয়। বাকি ১৬ জনের মরদেহ নদীর পাড়ে রাখা হয়েছে।

পঞ্চগড়ের জেলা প্রশাসক জহুরুল ইসলাম বলেন, এ জেলার ইতিহাসে ভয়াবহ ট্রলারডুবি এটি। এখন পর্যন্ত ২৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার কাজ চলমান। মৃতদের পরিবারকে ২০ হাজার করে আর্থিক অনুদান দেওয়া হবে। আর আহতদের চিকিৎসা খরচ বহন করবে জেলা প্রশাসন।

স্থানীয় সূত্রে জানা গেছে, নৌকাটিতে ৭০ থেকে ৮০ জন যাত্রী ছিলেন। হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের পুণ্যলগ্ন শুভ মহালয়া উপলক্ষে একটি অনুষ্ঠান শেষে ট্রলারে মাড়েয়ার আউলিয়া ঘাট এলাকায় ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

Provaati
    দৈনিক প্রভাতী