শনিবার   ৩০ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৫ ১৪৩১ |   ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

এনডিটিভির বড় অংশ কিনে নিচ্ছে আদানি গ্রুপ

প্রকাশিত: ২৩ আগস্ট ২০২২ ২২ ১০ ০২  

এনডিটিভির-বড়-অংশ-কিনে-নিচ্ছে-আদানি-গ্রুপ

এনডিটিভির-বড়-অংশ-কিনে-নিচ্ছে-আদানি-গ্রুপ

ভারতে অন্যতম জনপ্রিয় সংবাদমাধ্যম এনডিটিভির একটি বড় অংশ কিনতে চলেছে আদানি গ্রুপ। এর ফলে সংবাদমাধ্যমটির নিয়ন্ত্রণ যাবে দেশটির অন্যতম শীর্ষ ধনী ব্যবসায়ী গৌতম আদানির মালিকানাধীন এএমজি মিডিয়া নেটওয়ার্কস লিমিটেড (এএমএনএল) এর হাতে।  মঙ্গলবার আদানি গ্রুপ বিষয়টি নিশ্চিত করেছে। 

আদানি গ্রুপের মিডিয়া ইউনিট, প্রথম ধাপে এনডিটিভির ২৯ দশমিক ১৮ শতাংশ শেয়ার অধিগ্রহণ করবে। এর পর আরো ২৬ শতাংশ শেয়ার কিনবে তারা। এর মাধ্যমে চ্যানেলটির বেশিরভাগ শেয়ারের মালিকানা পাবে গৌতম আদানির নেতৃত্বাধীন আদানি গ্রুপ। 

এতে তাদের খরচ হবে ৪ দশমিক ৯৩ বিলিয়ন রুপি বা ৬১.৭৩ মিলিয়ন মার্কিন ডলার। 

এর আগে মঙ্গলবার আদানি গ্রুপ জানায়, আরআরপিআর হোল্ডিং প্রাইভেট লিমিটেডের (এনডিটিভি প্রোমোটার গ্রুপ) ৯৯.৯ শতাংশ ইক্যুইটি শেয়ার কিনে নিয়েছে এএমএলএনের অধীনস্থ বিশ্বপ্রধান কমার্শিয়াল লিমিটেড। তার ফলে বিশ্বপ্রধান কমার্শিয়াল লিমিটেডের হাতে আরআরপিআর এর মালিকানা চলে এসেছে।

আদানি গ্রুপের সাতটি সর্বজনীনভাবে তালিকাভুক্ত কোম্পানি রয়েছে। বিমানবন্দর এবং বন্দর, বিদ্যুৎ উৎপাদন এবং ট্রান্সমিশন, কয়লা এবং গ্যাসের ব্যবসা রয়েছে এসব কোম্পানির। 

বর্তমানে এনডিটিভির তিনটি টিভি চ্যানেল সম্প্রচারে রয়েছে। এগুলো হলো এনডিটিভি ২৪*৭, এনডিটিভি ইন্ডিয়া ও এনডিটিভি প্রফিট। এর আগে গত মার্চ মাসে ভারতের ডিজিটাল বিজনেস নিউজ প্ল্যাটফর্ম কুইন্টিলিয়নের বেশিরভাগ শেয়ার কিনেছে আদানি গ্রুপ।

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর