শনিবার   ৩০ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৬ ১৪৩১ |   ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

এটা আমার একার দল নয়: ডোমিঙ্গো

প্রকাশিত: ২২ আগস্ট ২০২২ ১৭ ০৫ ০২  

এটা-আমার-একার-দল-নয়-ডোমিঙ্গো

এটা-আমার-একার-দল-নয়-ডোমিঙ্গো

জাতীয় দলের প্রধান কোচ ডোমিঙ্গোকে টি-২০র দায়িত্ব থেকে সরিয়ে ওয়ানডে ও টেস্টের দায়িত্ব দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শুধু তাই নয় এর পাশাপাশি ঘরোয়া ক্রিকেটেও নজর দেবেন তিনি। 

২০২৩-২০২৭ পর্যন্ত এফটিপিতে ১৫০টি আন্তর্জাতিক ম্যাচ, এজন্য ব্যস্ততার কারণে কোচিং স্টাফদের পৃথক করার পরিকল্পনা নেয় বিসিবি। সেজন্য ডোমিঙ্গোকে টি-২০র দায়িত্ব থেকে সরিয়ে শ্রীধরন শ্রীরামকে নতুন দায়ীত্ব দিয়েছে তারা। 

বিসিবির এমন পরিকল্পনায় যারপরনাই খুশি দেখা গেল ডোমিঙ্গোকে। গণমাধ্যমে তিনি বলেন, আমার পরিকল্পনা মনে ধরেছে। আমি মনে করি, এটা আমাকে টেস্টে এবং পঞ্চাশ ওভারের ক্রিকেটে আরো মনোযোগী করে তুলবে। টি-২০তে আমাদের কিছু ভালো ফল আছে। আবার কিছু খারাপ ফলও আছে। আমি মনে করি এটা খুব ভালো দিক যে আমরা নতুন করে আবার টি-২০র যাত্রা শুরু করতে যাচ্ছি।

তিনি আরো বলেন, এটা শুধু আমার একার দল নয়। কিংবা আমাকে নিয়েই সব, এমন কিছু নয়। যেভাবে দলের উন্নতি সম্ভব বলে নীতিনির্ধারকেরা মনে করছেন সেভাবেই তারা সিদ্ধান্ত নিয়েছেন। আমি তাদের সেই সিদ্ধান্তকে সমর্থন করছি।

Provaati
    দৈনিক প্রভাতী