শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৫ ১৪৩১ |   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

উখিয়াতে রোহিঙ্গা ভুয়া ডাক্তারের হুন্ডি-ইয়াবা ব্যবসা

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২২ ১৬ ০৪ ০২  

উখিয়াতে-রোহিঙ্গা-ভুয়া-ডাক্তারের-হুন্ডি-ইয়াবা-ব্যবসা

উখিয়াতে-রোহিঙ্গা-ভুয়া-ডাক্তারের-হুন্ডি-ইয়াবা-ব্যবসা

কক্সবাজারের উখিয়া পালংখালীর বালুখালি খেলার মাঠে অবৈধ ফার্মেসিতে বসে রোহিঙ্গা ভুয়া ডাক্তার ফরিদ চিকিৎসার নামে করছেন প্রতারণা। চিকিৎসার আড়ালে চালিয়ে যাচ্ছেন হুন্ডি ও ইয়াবা ব্যবসা। অঢেল সম্পদের মালিক ফরিদ আলম ৯ নং রোহিঙ্গা ক্যাম্পের সি- ১০ ব্লকের বাসিন্দা।

ফরিদ রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা হলেও কক্সবাজার শহরে আছে নিজস্ব বাড়ি। ফার্মেসির আড়ালে চলছে ইয়াবা, হুন্ডি ও চোরাচালান। ২০ লাখ টাকার বিনিময়ে একজন বাংলাদেশির লাইসেন্স ব্যবহার করে চালিয়ে যাচ্ছেন এ অবৈধ ফার্মেসি।

স্থানীয়রা জানান, উখিয়াতে তার রয়েছে একাধিক ফার্মেসি। সবকটিতে ব্যবহার হচ্ছে অন্যজনের লাইসেন্স। নাইক্ষ্যছড়ি, কাস্টমস অফিস সংলগ্ন ঘুমধুমের তারেকের ওষুধের লাইসেন্স ব্যবহার করছেন রোহিঙ্গা ফরিদ। তারেক তার ইয়াবা ব্যবসার সহযোগী।

এ ব্যাপারে পালংখালীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী জানান, স্থানীয়দের লাইসেন্স নিয়ে অনেক রোহিঙ্গা অবৈধ ফার্মেসি চালিয়ে যাচ্ছেন। এসব বিষয়ে তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

তিনি আরো জানান, উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে অবৈধভাবে ফার্মেসি দিয়ে শত রোহিঙ্গা হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। তাদের কোনো  লাইসেন্স নেই।

Provaati
    দৈনিক প্রভাতী