শনিবার   ৩০ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৬ ১৪৩১ |   ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইনজুরিতে চামিরা, খেলতে পারবেন না এশিয়া কাপে

প্রকাশিত: ২২ আগস্ট ২০২২ ২০ ০৮ ০১  

ইনজুরিতে-চামিরা-খেলতে-পারবেন-না-এশিয়া-কাপে

ইনজুরিতে-চামিরা-খেলতে-পারবেন-না-এশিয়া-কাপে

গোড়ালির ইনজুরি থেকে পুরোপুরি সেরে না উঠায়  এশিয়া কাপে আর খেলা হচ্ছে না শ্রীলংকার গুরুত্বপূর্ণ পেস বোলার দুষ্মন্ত চামিরার। তার অনুপস্থিতিতে নতুন বল ও ডেথ ওভারে ধুঁকতে হতে পারে লঙ্কানরা।  

দল ঘোষণার সময় স্ট্যান্ডবাইয়ের তালিকায় থাকা ডানহাতি প্রমোদ মাদুশানকে চামিরার স্থলাভিষিক্ত হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।

লংকান টিম ম্যানেজমেন্ট ক্রিকইনফোকে জানান, তিন-চারদিন আগে চোটে পড়েছিলেন চামিরা এবং এশিয়া কাপে খেলার জন্য যথাসময়ে সেরে উঠতে পারবেন না সে।

চামিরার চিকিৎসক বলেন, চামিরার ইনজুরি ছিল গোড়ালিতে, এখন সেটা পৌঁছে গেছে কাফে। ইনজুরি পুরোপুরি মূল্যায়ন করা না হলেও ধারণা করা হচ্ছে অক্টোবরে শুরু হতে যাওয়া টি-২০ বিশ্বকাপের জন্য ফিট হয়ে উঠবেন তিনি।

চামিরার অনুপস্থিতি অনভিজ্ঞ শ্রীলংকান বোলিং আক্রমণের ওপর বাড়তি চাপ ফেলতে পারে। তাদের ফাস্ট বোলিং বহরে আছেন দিলশান মাদুশানকা, প্রমোদ, আসিথা ফার্নান্দো ও মাথিশা পাথিরানা। এই চারজনই কখনও আন্তর্জাতিক টি-২০তে খেলেননি। অলরাউন্ডার চামিকা করুণারত্নে ও দাসুন শানাকা আছেন বিকল্প হিসেবে। 

অবশ্য অভিজ্ঞ স্পিন বিভাগ দিয়ে এই ঘাটতি পুষিয়ে নিতে পারে দলটি, যেখানে আছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহিশ ঠিকশানা, প্রবীণ জয়াবিক্রমা ও জেফ্রি ভ্যান্ডারসে।

আগামী ২৭ আগস্ট আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ দিয়ে মিশন শুরু করবে লংকানরা । ‘বি’ গ্রুপে তাদের অন্য প্রতিপক্ষ বাংলাদেশ।  

Provaati
    দৈনিক প্রভাতী