শনিবার   ৩০ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৫ ১৪৩১ |   ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইউরোপের সমুদ্রতীরে লাল শাড়ি পরা ভারতীয় কাকিমার ভিডিও ভাইরাল

প্রকাশিত: ২৪ আগস্ট ২০২২ ০০ ১২ ০২  

ইউরোপের-সমুদ্রতীরে-লাল-শাড়ি-পরা-ভারতীয়-কাকিমার-ভিডিও-ভাইরাল

ইউরোপের-সমুদ্রতীরে-লাল-শাড়ি-পরা-ভারতীয়-কাকিমার-ভিডিও-ভাইরাল

যুক্তরাজ্যের একটি সমুদ্রতীরে বিকিনি (সংক্ষিপ্ত সাঁতারের পোষাক) পরা একদল শ্বেতাঙ্গ নারীর ভিড়ে লাল শাড়িতে ঢাকা এক নারীর ঘুরে বেড়ানোর ভিডিও দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা গেছে, রৌদ্রজ্জল একটি সমুদ্রসৈকত, তার চারপাশে পর্যটকদের ভিড়। কেউ রোদের হালকা আমেজ গায়ে মেখে নিচ্ছেন। স্নানপোশাকে এদিক-সেদিক ঘুরে বেড়াচ্ছেন পর্যটকরা।

সৈকতের যে দিকেই ক্যামেরা ধরা দিয়েছে, সে দিকেই স্বল্পবসনা মহিলারা ঘুরে বেড়াচ্ছিলেন। বেশির ভাগই বিদেশি পর্যটক। এমন এক দৃশ্যের মাঝে আদ্যোপান্ত লাল শাড়িতে ঢাকা এক মহিলাকে দেখা গেল সৈকত ধরে হেঁটে চলেছেন। আর সেই ভিড়ের মাঝে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠলেন তিনি। ক্যামেরাতেও ধরা পড়লেন।

দেখেই বোঝা যাচ্ছে, মহিলা ভারতীয়। উত্তর ভারতের ঢঙে শাড়ি পরা, মাথায় ঘোমটা। হাসিমুখে সৈকত ধরে হেঁটে চলেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এই ভিডিওটি এ পর্যন্ত দেখেছেন ৯ লাখ ৯০ হাজারেরও বেশি মানুষ। সেই সঙ্গে পাল্লা দিয়ে ব্যাপকভাবে শেয়ারও হয়েছে সেটি।

ভিডিওটি দেখে কমেন্ট সেকশনে অনেকেই বলেছেন, ‘একেই বলে সংস্কৃতি।’ তবে রসিকতা করতেও ছাড়েননি অনেকে।

ঋষিকা গুর্জর নামে যে টুইটার গ্রাহকের অ্যাকাউন্টে এই ভিডিও শেয়ার হয়েছে, সেখানে ক্যাপশনে হিন্দি ভাষায় লেখা, ‘আরে, কাকিমা কোথায় পৌঁছে গেলেন।

সম্প্রতি অবশ্য যুক্তরাজ্যে বসবাসরত ভারতীয় নারীদের মধ্যে শাড়ি পরার ঝোঁক লক্ষ্য করা যাচ্ছে। কয়েক মাস আগে যুক্তরাজ্যের বিখ্যাত রয়েল এসকট রেস সমাবেশে দেশটিতে বসবাসরত বিভিন্ন দেশ ও সংস্কৃতির লোকজনের সম্মিলন ঘটেছিল। কয়েকশ ভারতীয় নারী সেই অনুষ্ঠানে শাড়ি পরে এসেছিলেন। এই নারীদের অধিকাংশই ডাক্তার এবং ব্যাংকার।

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর