শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৫ ১৪৩১ |   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইউরোপের ভিসা কঠিন হয়ে গেছে তুর্কিদের জন্য

প্রকাশিত: ২৬ আগস্ট ২০২২ ১৯ ০৭ ০২  

ইউরোপের-ভিসা-কঠিন-হয়ে-গেছে-তুর্কিদের-জন্য

ইউরোপের-ভিসা-কঠিন-হয়ে-গেছে-তুর্কিদের-জন্য

তুরস্কের নাগরিকদের হঠাৎ করেই ভিসা দেওয়া কমিয়ে দিয়েছে ইউরোপের বিভিন্ন দেশ।

এ ঘটনার অন্যতম ভুক্তভোগী তুর্কি নারী স্পোর্টস রিপোর্টার সিনেম ওকতেন শুক্রবার (২৬ আগস্ট) বার্তা সংস্থা রয়টার্স’কে জানান, খেলার নিউজ কভার করতে ৫০-৬০ বার বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন। কিন্তু সম্প্রতি তিনি জার্মানি যেতে চাইলে তাকে ভিসা দেওয়া হয়নি। এরপর ফ্রান্সের ভিসা চেয়েও প্রত্যাখ্যাত হন এই তুর্কি নাগরিক।

সিনেম ওকতেন বলেন, এবারই প্রথম তিনি ভিসা পাননি। এর আগে যতবারই ইউরোপের ২৬ দেশে ভ্রমণের জন্য সেঞ্জেন ভিসা চেয়েছেন, ততবারই পেয়েছেন।

আরো পড়ুন>> ঘুমের ওষুধ খাইয়ে কিশোরীকে জোর করে বিয়ে, অতঃপর সংঘবদ্ধ ধর্ষণ

তুর্কি প্রেসিডেণ্ট রিসেপ তাইয়েপ এরদোগানের রুশপ্রীতির কারণে এই সমস্যা হচ্ছে বলে অনেকের ধারণা।

২০১৫ সালে ৪ শতাংশ তুর্কি নাগরিককে সেঞ্জেন ভিসা দেওয়া হয়নি।  ২০১৭ সালে ১২.৫ শতাংশ এবং চলতি বছরে ১৬.৫ শতাংশ তুর্কি নাগরিককে দেওয়া হয়নি ইউরোপের ভিসা।

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর